ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদল হবে না ॥ কাদের

প্রকাশিত: ১১:১০, ১০ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদল হবে না ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের শুরুতেই মন্ত্রিসভা সংস্কারের কথা ছিল। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ বা পুনর্বিন্যাস হওয়ার সম্ভাবনা একেবারেই কম বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারে থেকে দল আলাদা করার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী যদি আমাকে মন্ত্রী থেকে পদত্যাগ করতে বলেন তাহলে সরে দাঁড়াব। তবে সবকিছু দলীয় প্রধানের ওপর নির্ভর করছে। বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে কাদের এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির চলমান রাজনীতি, মধ্যপ্রাচ্য ইস্যু, নতুন সড়ক পরিবহন আইনসহ নিজের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দেন মন্ত্রী। এ সময় সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে শুক্রবার থেকে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে মন্ত্রিসভা রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো আপনাদের আগেই বলেছি- এটা রুটিন বিষয়, প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আমার মনে হয় না কোন ধরনের এক্সপানশন বা রিশাফলিং এসব কিছু হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা একেবারেই কম।’ সড়ক পরিবহন আইন বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছু কিছু বিষয় সহনীয়ভাবে দেখছি, আইনের বাস্তবায়ন চলছে, আমাদের জনবলের সঙ্কট আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, বর্তমান সঙ্কট মোকাবেলায় জনবল যথেষ্ট না। ঘড়ি টাই স্যুট প্যান্ট সবই উপহারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার ঘড়ি, টাই, স্যুট, প্যান্ট আমি নিজের টাকায় কিনি না। এগুলো সবই উপহারের। কেউ না কেউ এসব উপহার দিয়েছে বিভিন্ন সময়। গতকালও একজন আমাকে তিনটি কটি উপহার দিয়েছে। এগুলোর দাম আমি জানি না। নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বলেন, বিদেশী একটি সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে ওবায়দুল কাদেরের হাতের রোলেক্সের ঘড়ির মূল্য প্রায় ৩৪ হাজার ডলার বা বাংলাদেশী টাকায় প্রায় ২৮ লাখ টাকা। জবাবে তিনি বলেন, ‘ঘড়িসহ অন্য সবকিছুই উপহারের। কাজেই আল-জাজিরাসহ যারা ওই সংবাদটি প্রচার করেছে, তারা কিসের ভিত্তিতে করেছে, আমার জানা নেই। এটি তাদের বিষয়।’
×