ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

প্রকাশিত: ০৯:২৭, ১০ জানুয়ারি ২০২০

র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশী পাসপোর্টের সামান্য উন্নতি হয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সে এক ধাপ ওপরে উঠে বাংলাদেশ এখন আছে ৯৮ নম্বরে। বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে এর আগে ৯৯ নম্বরে ছিল লাল-সবুজ পতাকা। খবর ওয়েবসাইটের। লন্ডনে অবস্থিত বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসনের পরামর্শক সংস্থা হেনলি এ্যান্ড পার্টনারসের দাবি, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ২০ দেশে ভিসামুক্ত ও ২০ দেশে ভিসা-অন-এ্যারাইভাল এবং একটি দেশে (শ্রীলঙ্কা) ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করতে পারেন। আর পৃথিবীর ১৮৬ দেশে যেতে বাংলাদেশীদের পাসপোর্টে ভিসা থাকতে হয়। যুক্তরাষ্ট্রের মধ্যে কেবল বলিভিয়ায় ভিসা-অন-এ্যারাইভাল সুবিধা রয়েছে বাংলাদেশীদের।
×