ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিধ্বস্ত প্লেনের ব্ল্যাকবক্স বোয়িংকে দেবে না ইরান

প্রকাশিত: ০৯:২৩, ১০ জানুয়ারি ২০২০

বিধ্বস্ত প্লেনের ব্ল্যাকবক্স বোয়িংকে দেবে না ইরান

ইরানে বুধবার ইউক্রেনের যে বোয়িং ৭৩৭ বিধ্বস্ত হয়েছে তার ব্ল্যাকবক্স মার্কিন কোম্পানি বোয়িংকে দেবে না তেহরান। আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালা অনুযায়ী ইরান এই দুর্ঘটনা তদন্তে নেতৃত্ব দিতে পারবে। তদন্তে নির্মাতা প্রতিষ্ঠান যুক্ত থাকতে পারে। পাশাপাশি অন্য যে কোন দেশের অভিজ্ঞরা চাইলেও ব্ল্যাকবক্স পরীক্ষা করতে পারে। বিবিসি। যুক্তরাষ্ট্রে তৈরি বোয়িংয়ের যে কোন তদন্তে মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের ভূমিকা থাকে। তবে বোর্ডকে অবশ্যই অনুমতি নিয়ে বিদেশী দেশের আইন অনুসারে কাজ করতে হয়। ১৬৭ যাত্রী ও ৯ ক্রু নিয়ে উড়োজাহাজটি তেহরান বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের কিছু পরেই মাটিতে আছড়ে পড়ে। এতে আরোহীদের সবাই নিহত হয়। ইরানের রাজধানী তেহরানে ১৮০ আরোহী নিয়ে বিধ্বস্ত ইউক্রেনের বোয়িং ৭৩৭ প্লেনে ছিলেন ৮২ ইরানী, ৬৩ কানাডীয়, ১১ ইউক্রেনীয়, যাদের মধ্যে ৯ ক্রু, ১০ সুইডিশ, চারজন আফগান, তিনজন ব্রিটিশ এবং তিনজন জার্মান নাগরিক। এছাড়া নিহতদের মধ্যে ছিল ১৫ জন শিশু। তবে পরে জার্মান সরকার বলেছে, ‘ইরানের বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে জার্মান নাগরিক আছে কি সে বিষয়ে আমাদের কিছু জানা নেই’। ইরানের জরুরী বিভাগের প্রধান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৪৭ ইরানী ছিলেন। ওই বিমানে ৬৫ আরোহীর দ্বৈত নাগরিকত্ব ছিল।
×