ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদির অসম সফর বাতিল

প্রকাশিত: ০৯:২২, ১০ জানুয়ারি ২০২০

মোদির অসম সফর বাতিল

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আগে থেকেই ফুঁসে আছে ভারতের অসম। বুধবার ২৪ ঘণ্টা ধর্মঘটকে কেন্দ্র করে এ উত্তাপ আরও বেড়েছে। এ অবস্থায় গুয়াহাটিতে আগামী ১০ জানুয়ারি ‘খেল ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০’-এর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও সেখানে যাচ্ছেন না নরেন্দ্র মোদি। জি নিউজ। গেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত তাতে সম্মতি দেয়া হয়নি। তবে আমাদের মৌখিকভাবে বলা হয়েছে যে, তিনি আসছেন না।’ জানা যায়, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও অসম সরকারকে প্রধানমন্ত্রীর তরফে জানিয়ে দেয়া হয়েছে, তিনি ওই অনুষ্ঠানের উদ্বোধন করতে পারবেন না। প্রধানমন্ত্রী অসম সফরে আসতে পারেন এই খবর পেয়েই তাকে বিক্ষোভ দেখানোর কথা ঘোষণা করেছিল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)। গেল বছরের ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর গুয়াহাটিতে ইন্দো-জাপান শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা এড়িয়ে যান প্রধানমন্ত্রী। ২০১৮ সাল থেকে শুরু হয়েছে খেল ইন্ডিয়া গেমস এ বছর তিন বছরে পা দিয়েছে। ১০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ওই গেমস চলার কথা।
×