ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাক্তারের কারাদণ্ড

প্রকাশিত: ০৮:৪৯, ১০ জানুয়ারি ২০২০

ডাক্তারের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ জানুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুরে মাগুরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এক রায়ে ডাক্তার নন্দ দুলাল বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ডাঃ নন্দ দুলাল বিশ্বাস মাগুরা সরকারী মা-শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক। মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা নুরুল হাকিম তুহিন বাদী হয়ে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্ত্রী সালমা খাতুনকে ২০১২ সালে ১৩ মার্চ মাগুরা শহরের আরোগ্য ক্লিনিক নামে একটি বেসরকারী ক্লিনিকে জরায়ু অপারেশন করার সময় মূত্রনালী কেটে গেলে তার ক্ষতিগ্রস্ত হয়। দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৯ জানুয়ারি ॥ বগুড়ার সান্তাহার শহরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করার সময় টাউন পুলিশের একটি টহল দলের হাতে টাকা ও ইয়াবাসহ শামিম হোসেন (২৫) নামের এক চোর গ্রেফতার হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার পার বোয়ালিয়া গ্রামের মৃত আলম হোসেনের ছেলে। সান্তাহার টাউন পুলিশ জানান, রাত্রিকালীন একটি টহল দল বৃহস্পতিবার ফজর নামাজের পূর্বে শহরের পোস্ট অফিসপাড়া জামে মসজিদের দানবাক্স ভাঙ্গতে দেখে। এ সময় তাকে গ্রেফতার করে। তার শরীর তল্লাশি করে ৫১ ইয়াবা ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়। নওগাঁয় জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ জানুয়ারি ॥ বৃহস্পতিবার মহাদেবপুরে মারপিটের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে ভীমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল লতিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই জামায়াত নেতা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নওহাটা মোড়ের প্রতিপক্ষের বয়লার চাতাল মালিক মৃত কফিল উদ্দিনের ছেলে আমজাদ হোসেনকে বেধরক মারপিট করে।
×