ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভ্যাকসিন প্রয়োগে প্রতিবন্ধী খামারির স্বপ্ন ধূলিসাত

প্রকাশিত: ০৮:৪৪, ১০ জানুয়ারি ২০২০

ভ্যাকসিন প্রয়োগে প্রতিবন্ধী খামারির স্বপ্ন ধূলিসাত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ জানুয়ারি ॥ জীবন-জীবিকার উন্নয়নে হাঁস পালনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ধূলিসাত হয়ে গেছে কৃষক ফিরোজ মাতব্বরের। এখন তিনি নিঃস্ব হয়ে গেছেন। ছয় দিনে তার ৬০০ হাঁস মারা গেছে। বাকি ৩৭০ হাঁসও ঝিমুচ্ছে আর মরছে। এখন মরা হাঁস মাটিতে পুঁতে রাখতে ব্যস্ত হয়ে পড়ছেন ফিরোজ মাতব্বর। বালিয়াতলী ইউনিয়নের হারিপাড়া গ্রামের এ কৃষকের মরা হাঁস দেখতে গ্রামের মানুষ ভিড় করছেন। সবাই আফসোস করছেন। বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায় ফিরোজের সর্বনাশার দৃশ্য। ফিরোজের মনে এখন উপার্জনের অবলম্বন হারানোর শোক বইছে। মানুষটি দিশাহারা হয়ে পড়েছেন। ফিরোজের অভিযোগ পাঁচ দিন আগে শনিবার প্রাণিসম্পদ কার্যালয় থেকে সাত এম্পুল (৭০০ সিসি) ভ্যাকসিন নেন। ৬৫ টাকা করে এক এম্পুল ভ্যাকসিন কেনেন। তার দাবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান নিজে অফিসের ফ্রিজ খুলে তাকে এ ভ্যাকসিন দেন। বাড়িতে গিয়ে নিজে ভ্যাকসিন প্রয়োগ করার পর থেকে হাঁস মরতে শুরু করে। এ ছয় দিনে তার অন্তত ছয় শ’ হাঁস মরে গেছে। এখনও মরছে। কয়েক দফা প্রাণিসম্পদ অফিসে সহায়তা চেয়েছেন ফোনে। কিন্তু কেউ তার হাঁসের খামারে যায়নি। ফিরোজ জানান, শারীরিক প্রতিবন্ধী থাকায় অন্য কোন কাজ করতে পারেন না। সন্তান খোঁজ নেয় না। স্ত্রী ও মেয়ের ঘরের নাতিদের সহায়তায় ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ৫০টি হাঁস দিয়ে শুরু করেন ফিরোজ তালুকদার।
×