ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ফাঁড়ির সামনে ৩৯ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ১২:২৯, ৯ জানুয়ারি ২০২০

রূপগঞ্জে ফাঁড়ির সামনে ৩৯ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৮ জানুয়ারি ॥ স্থানীয় ব্যাংক থেকে তোলা ৩৯ লাখ টাকা ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যানসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালকসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। আহতরা হলেন উপজেলার ফ্যাবকোন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার বাবুল মিয়া, কর্মচারী ফারুক মিয়া ও পিকআপ ভ্যান চালক আবুল কাশেম। ম্যানেজার বাবুল মিয়া জানান, ফারুক ও কাশেমকে নিয়ে দুপুরে ডাচ্ বাংলা ব্যাংক, ভুলতা শাখা থেকে ২৫ লাখ টাকা ও উত্তরা ব্যাংক ভুলতা শাখা থেকে ১৪ লাখ টাকা সর্বমোট ৩৯ লাখ টাকা উত্তোলন করা হয়। এ টাকা ফ্যাবকোন টেক্সটাইল মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেয়ার কথা ছিল।
×