ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের মৃত্যু

প্রকাশিত: ১১:১৭, ৯ জানুয়ারি ২০২০

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৮ জানুয়ারি ॥ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক রেফ্রিজারেটর (ফ্রিজ) মেকানিকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার দুপুরে রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো রেফ্রিজারেটর মিস্ত্রি মোঃ আরমান (২৮) ও সহকারী ফয়েজ (১৫)। আরমান একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও ফয়েজ জিরতলী ইউপির বিজয়নগর গ্রামের গুলজার হোসেনের ছেলে। পুলিশ জানায়, দুপুরে মিস্ত্রি আরমান সহকারী ফয়েজকে নিয়ে লাউতলী গ্রামে রেফ্রিজারেটর মেরামত করতে যান। এক পর্যায়ে তারা রেফ্রিজারেটরের কমপ্রেসারে গ্যাস দিতে গেলে তাদের সঙ্গে নেয়া গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আরমান মারা যান এবং ফয়েজ গুরুতর আহত হয়। পরে ফয়েজকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন-উর-রশিদ চৌধুরী জানান, আরমান ও ফয়েজ লাউতলী গ্রামের একটি বাড়িতে রেফ্রিজারেটর মেরামত করতে যান। তারা রেফ্রিজারেটরের কমপ্রেসারে গ্যাস দেয়ার সময় সঙ্গে নেয়া সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আরমান ঘটনাস্থলে এবং ফয়েজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
×