ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-৮ উপনির্বাচন

আওয়ামী লীগ ও বিএনপির প্রচার তুঙ্গে

প্রকাশিত: ১১:১৬, ৯ জানুয়ারি ২০২০

আওয়ামী লীগ ও বিএনপির প্রচার তুঙ্গে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে। এ আসনে মূলত আওয়ামী লীগ বিএনপি প্রার্থীর মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে। সঙ্গত কারণে অধিকাংশ ভোটার দুই শিবিরে বিভক্ত। কেউ আওয়ামী লীগের পক্ষে, আবার কেউ বিএনপির পক্ষে বিভিন্নভাবে প্রচারে লিপ্ত রয়েছে। বুধবার আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ান গণসংযোগ করেছেন। উভয়েই এলাকার উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, নির্বাচিত হলে এলাকার অন্যতম সমস্যা কালুরঘাট সেতু বাস্তবায়নে উদ্যোগ নেবেন। মোছলেম উদ্দিন আহমদ ॥ স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন, বাস্তবমুখী উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়নে আগামী ১৩ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন। বুধবার তিনি নগরীর চান্দগাঁও চার নম্বর ওয়ার্ড থেকে কালুরঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা করেন। তিনি বলেন, চান্দগাঁও মোহরা, পশ্চিম ও পূর্ব ষোলশহর, ওয়াজেদিয়াসহ যেসব এলাকা উন্নয়ন বঞ্চিত ওসব এলাকা অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। মানুষের আত্মসামাজিক উন্নয়নসহ বেকার যুবকদের কর্মসংস্থানে বন্ধ মিল কারখানা চালুর ব্যবস্থা করা হবে। শহরের সঙ্গে বোয়ালখালীর সংযোগ স্থল কালুরঘাট সেতু দৃশ্যমান করা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগ নেতা এম এ রশিদ, নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, এ্যাডভোকেট ইফতেখার সাইমুল, মশিউর রহমান চৌধুরী, জোবাইদা নার্গিস খান, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ। আবু সুফিয়ান ॥ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বুধবার বোয়ালখালীর পোপাদিয়া, এয়াকুবদন্ডী, কুদুরখিল উচ্চ বিদ্যালয়, গোরস্তানের টেক, নোয়াহাট ঈশ^র ভট্টের বাজার, বাদামতল, চাঁনপাড়া প্রভৃতি এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তৃতা করেন। আবু সুফিয়ান বলেন, নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ধানের শীষের প্রতীকের আবেদন নিয়ে যাচ্ছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এর মূল কারণ হচেছ, অতীতে মানুষ ভোট দিতে পারেনি। এবারও ভোটাররা শঙ্কিত। তাই তাদের শঙ্কা দূর করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে বোয়ালখালীতে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা ভোটের পরিবেশকে অসন্তোষ করে তুলেছে। তারা ধানের শীষের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছে, নির্বাচনী প্রচার বাধা দিচ্ছে। বোয়ালখালিতে ত্রাসের রাজত্ব কায়েম করে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আবু সুফিয়ানের সঙ্গে এ সময় ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, মাহবুবের রহমান শামীম, মোস্তাক আহমদ খান, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, অধ্যাপক ইউনুস চৌধুরী, মফজল আহমদ চৌধুরী প্রমুখ।
×