ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সিইসি

ইভিএম নিয়ে ভীত হওয়ার কারণ নেই

প্রকাশিত: ১১:১৫, ৯ জানুয়ারি ২০২০

ইভিএম নিয়ে ভীত হওয়ার কারণ নেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভীত হওয়ার কোন কারণ নেই। বুধবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। সিইসি কেএম নুরুল হুদা বলেন, ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই। যে কেউ অভিযোগ করতে পারেন। কিন্তু অভিযোগের ভিত্তি আছে কিনা তা দেখতে হবে। ইভিএমে একজনের ভোট অন্যজনে দেয়ার সুযোগ নেই। চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণের প্রেক্ষিতে তিনি বলেন, যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে কোন সংঘাত নেই। ভোটাররাই বলছেন, নির্বাচনের পরিবেশ ভাল আছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হবে আশা করছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যে সকল অভিযোগ এসেছে সেগুলো প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটের দিন যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে সে জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে ফোর্স রাখা হবে। চট্টগ্রাম সার্কিট হাউসে বুধবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমান, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, আঞ্চলিক নির্বাচন অফিসের হাসানুজ্জামান এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর উর্ধতন কর্মকর্তাগণ। উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন।
×