ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের অভিযোগ

সিটি নির্বাচনে বিএনপি সুবিধাজনক অবস্থায়

প্রকাশিত: ১১:১০, ৯ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে বিএনপি সুবিধাজনক অবস্থায়

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে শেষে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যরা আচরণবিধির কারণে সিটি নির্বাচনে প্রচারে অংশ নিতে পারছেন না। তাদের মুখে কুলুপ আঁটা। এর বিপরীতে মহা সুবিধায় রয়েছে বিএনপি। তাদের সবাই নির্বাচনী প্রচারে অংশ নিতে পারছেন। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট নেয়া হবে। আওয়ামী লীগ চায় সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য স্বচ্ছ হোক। এ বিষয় নিয়েই কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু করতে সরকার সব ধরনের সহায়তা দেবে। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বলেন, যন্ত্র দল চেনে না। আওয়ামী লীগ বিএনপি বোঝে না। এটি ব্যবহারের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হবে, কমিশনের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। সেনাবাহিনী এখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে। ইভিএম ব্যবহারে যাতে কোন ধরনের সমস্যা দেখা না দেয়, এ জন্য অতিরিক্ত ইভিএমও রাখা হচ্ছে ব্যাকআপ হিসেবে। বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগের বিষয়ে বলেন এই ধরনের ঘটনা এখনও দেখিনি। বিএনপি এমন অভিযোগ সব সময়ই করে আসছে। এখন পর্যন্ত কাউকে ধরপাকড় ও এলাকা ছাড়ার মতো পরিস্থিতি ঘটেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে সুবিধা নিতে আওয়ামী লীগ আচরণবিধি সংশোধন চায় না। আমরা চাই না আচরণবিধি পরিবর্তন করা হোক। পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তবে সংশোধন নিয়ে ভাবা যাবে। আমরাই জেনে-শুনে আইন করেছি। দুপুর ১২টার সময় আগারগাঁও নির্বাচনে ভবনে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রতিনিধি দলে এইচ টি ইমাম ছাড়াও ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। নির্বাচন কমিশনের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন, উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম, দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন প্রমুখ। পরে বৈঠক শেষে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতিকেই চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। ইসির নোটিসের জবাব দিয়েছেন আতিকুল এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ আতিকুলকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ নোটিস বা কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল গত সোমবার। বুধবার সেই নোটিসের জবাব দিয়েছেন আতিকুল ইসলাম। বিকেল ৩টার দিকে আতিকুল ইসলাম প্রতিনিধির মাধ্যমে উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি জমা দেন। জানা গেছে, চিঠিতে আতিকুল ইসলাম উল্লেখ করেছেন তিনি কোন আচরণবিধি ভঙ্গ করেননি। নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার পর ঢাকা উত্তরা থানা আওয়ামী লীগের আয়োজনে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আতিক অংশগ্রহণ করেন। এতে করে নির্বাচনী বিধি ২০১৬ লঙ্ঘন হয়নি। এদিকে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গে যে অভিযোগ বিএনপি প্রার্থী তাবিথ এম আউয়াল করেছেন তারও কোন সত্যতা পায়নি নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার তদন্ত করে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগটি দিয়েছেন সেটির সত্যতা মেলেনি।
×