ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাক সীমান্তে নজরদারি বাড়াল ভারত

প্রকাশিত: ০৯:৩৫, ৯ জানুয়ারি ২০২০

পাক সীমান্তে নজরদারি বাড়াল ভারত

ভারতীয় সেনা-জওয়ানদের খাবারে বিষ মেশাবার ছক রয়েছে জঙ্গীদের। সেনা ছাউনিতে যে পাইপ দিয়ে পানি যায় জঙ্গীদের নজর সেই পাইপের দিকে। কোনভাবে তাতে বিষ মিশিয়ে সেনাদের হত্যার ছক কষছে। জঙ্গীদের ছক রুখতে সব রকমভাবে প্রস্তুতি নিচ্ছে ভারতের সেনাবাহিনী। কড়া নজরদারি রাখা হচ্ছে ভারত-পাক সীমান্তে। সতর্কতা জারি ভারতীয় সেনাবাহিনীতেও। এবার ভারতীয় সেনার জল ও খাবারে বিষ মেশানোর ছক কষেছে জঙ্গীরা। গোয়েন্দাদের থেকে এই তথ্য পেয়েই সতর্কতা জারি সেনাবাহিনীতে। নেপাল থেকে ভারতে ঢুকে হামলার ছক কষছে জঙ্গীরা। সেনার খাবার ও জলে বিষ মেশানোরও ছক কষছে পাকিস্তান মদদপুষ্ট জঙ্গীরা, সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। শীতে বরফে ঢাকা গোটা কাশ্মীর। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে অনুপ্রবেশের জন্য ক্রমাগত চেষ্টা চালাচ্ছে জঙ্গীরা। সেনার নজর এড়িয়ে ভারতে ঢোকার মরিয়া চেষ্টা চালাচ্ছে জঙ্গীরা। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের আশঙ্কায় আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। -কলকাতা ২৪
×