ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসাদের সঙ্গে পুতিনের বৈঠক

প্রকাশিত: ০৯:৩৪, ৯ জানুয়ারি ২০২০

আসাদের সঙ্গে পুতিনের বৈঠক

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার সিরিয়ায় এক আকস্মিক সফরে গিয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন। পুতিন দামেস্কে এমন এক সময়ে এ নজিরবিহীন সফরে এসেছেন যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ অঞ্চলে একটি যুদ্ধের সম্ভাবনা প্রকট হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম শীর্ষস্থানীয় হত্যা ঘটনায় ওয়াশিংটন শুক্রবার শীর্ষ ইরানী কমান্ডার কাশেম সোলাইমানিকে বিমান হামলায় হত্যা করেছে। তেহরান ও সহযোগীরা এর জবাবে রক্তক্ষয়ী প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রায় সাড়ে নয় বছর আগে সিরীয় সংঘাত শুরু হওয়ার পর পুতিন এই প্রথম অর্থডক্স ক্রিসমাস উপলক্ষে দামেস্ক সফরে এসে সিরিয়ায় মোতায়েন রুশ সৈন্যদের অভিনন্দন জানান। ২০১৫ সালে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ আসাদের প্রশাসন রক্ষায় চূড়ান্ত ভূমিকা পালন করেছে। এএফপি। পুতিন বলেছেন, আমরা এখন প্রত্যয়ের সঙ্গে বলতে পারি, সিরীয় রাষ্ট্রীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় ও দেশটির আঞ্চলিক সংহতি রক্ষায় বিশাল দূরত্বের পথ অতিক্রম করতে হয়েছে। রুশ সংবাদ সংস্থাগুলো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের উদ্ধৃতি দিয়ে এ কথা বলেছে। মস্কোর হস্তক্ষেপের আগে সরকারী ও সহযোগী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল দেশটির মাত্র এক-পঞ্চমাংশ। কিন্তু এখন সিরীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ওই এলাকার অধিকাংশ স্থান।
×