ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি বছরেই ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তি চান জনসন

প্রকাশিত: ০৯:৩২, ৯ জানুয়ারি ২০২০

চলতি বছরেই ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তি চান জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি এ বছরের মধ্যেই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়টি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ এবং ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম বৈঠকে তুলবেন। জনসন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভোন ডের লেয়েনের সঙ্গে বৈঠকটি করবেন ডাউনিং স্ট্রিটে। যুক্তরাজ্য ৩১ জানুয়ারি ইইউ ত্যাগ করলে দু’পক্ষ তাদের ভবিষ্যত অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করবে। ২০২০ সালের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে জনসন জোর দিয়েছেন এবং প্রক্রিয়া সময় বাড়ানো হবে না। ৩১ জানুয়ারি ইইউ ত্যাগের পর যুক্তরাজ্য ১১ মাসের একটি অন্তর্বর্তী সময়ে প্রবেশ করবে এবং এ সময় ইইউয়ের নিয়ম-বিধি অনুসরণ করবে, কিন্তু দেশটির এ ব্লকের কোন ইনস্টিটিউশনে প্রতিনিধিত্ব থাকবে না। এ সময়সীমা শেষ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর। এর আগে কমনস সভায় লেবার দলের সদস্যরা ও লিবারেল ডেমোক্র্যাটরা প্রয়োজনে অন্তর্বর্তী সময় বৃদ্ধির বিষয়ে ভোটাভুটির জন্য পার্লামেন্ট অধিবেশনের জন্য যে আহ্বান জানিয়েছিলেন সরকার তা বাতিল করে দিয়েছে। বিরোধীদল আলোচনার জন্য আরও সময় চেয়েছিল। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বাণিজ্য চুক্তি সম্পাদনে কয়েকবছর লেগে যায় এর বৈশিষ্ট্যগত কারণে এবং এতে তুলনামূলকভাবে সময় অপর্যাপ্ত হলে যুক্তরাজ্য ২০২১ সালের শুরুতে বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম-বিধি লঙ্ঘনের ঝুঁকিতে পড়বে। ফলস্বরূপ কিছু কিছু শিল্পের জন্য শুল্ক প্রদান বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ১০ ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, জনসন ইইউ-প্রেসিডেন্টকে এ কথা বলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে যে, তিনি চুক্তির জন্য বিশ্বস্ত রয়েছেন এবং ইইউ ত্যাগের জন্য তিন বছরের বেশি সময় তাদের অপেক্ষা করতে হয়েছে। অন্যদিকে ব্রিটিশ ও ইইউয়ের নাগরিকরা যথাসময়ে বাণিজ্য আলোচনার পরবর্তী পর্যায় শুরু হবে বলে প্রত্যাশায় রয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, জনসন ভোন ডের লেয়েন ও ইইউয়ের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ারের সঙ্গে আলোচনায় অব্যাহত ইউরোপীয় বিন্যাসের সঙ্গে মানিয়ে নেয়া প্রসঙ্গের চেয়ে একটি কাক্সিক্ষত ও শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্ব দেবেন। ইইউ কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, এ বছর শেষ হওয়ার আগে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য তারা সাধ্যানুযায়ী সব কিছু করবেন। যদিও কিছু কঠিন সমঝোতা ছাড়া বিষয়টা সম্ভব হবে কিনা এ বিষয়ে অনেকে অপ্রকাশ্যে সন্দেহ পোষণ করেছেন। -বিবিসি
×