ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব নেতৃবৃন্দের উদ্বেগ

প্রকাশিত: ০৯:২৯, ৯ জানুয়ারি ২০২০

বিশ্ব নেতৃবৃন্দের উদ্বেগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ইরাকে মার্কিন ঘাঁটিতে বুধবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলাকে ‘আত্মরক্ষার্থে আনুপাতিক পদক্ষেপ হিসেবে’ অভিহিত করেছেন। তিনি টুইটে আরও জানান, আমরা উত্তেজনা অথবা যুদ্ধ চাচ্ছি না, তবে আমরা যে কোন আগ্রাসন থেকে আমাদের রক্ষা করব। জেনারেল কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতেই ইরান এ হামলা চালাল। এপি। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন নিশ্চিত করেছে যে, ইরান ইরাকে অবস্থিত মার্কিন বাহিনী ও জোট সৈন্যদের দুটি ঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জনাথান হফম্যান বলেছেন, এটা পরিষ্কার যে এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়েছে। তিনি বলেন, আইন আল-আসাদ ও ইরবিলে অন্তত দুটি ইরাকী ঘাঁটিতে এই হামলা চালানো হয়। হফম্যান বলেন, প্রাথমিক হামলায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ইরান বলেছে কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা হয়েছে। মঙ্গলবার তাকে দাফন করা হয়। তার জানাজায় অংশ নেয়া লাখো ইরানী তার মৃত্যুর প্রতিশোধ নিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপান বলেছে, তারা উত্তেজনা কমাতে সাহায্য করতে সংশ্লিষ্ট সরকারগুলো সর্বোচ্চ চেষ্টা করতে তাদের প্রতি আহ্বান জানাবে। জাপনের মন্ত্রিসভার প্রধান মুখপাত্র ইয়সুদা সুগা বুধবার বলেছেন, তার সরকার গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট সরকারগুলোর সঙ্গে একত্রে কাজ করবে। একইসঙ্গে তারা ওই অঞ্চলে জাপানী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাবে। তিনি আরও বলেন, সম্পর্ক উন্নয়নে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো সর্বোচ্চ কূটনীতিক প্রচেষ্টা চালাতে আহ্বান জানাবে। তিনি বলেন, তাদের জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তায় জাপান শীঘ্রই পারস্য উপসাগরে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইরাকে অবস্থিত তার দেশের সৈন্যরা ও কূটনৈতিক কর্মীরা নিরাপদে আছেন। ৩শ’র মতো অস্ট্রেলীয় প্রতিরক্ষা সদস্য ইরাকে অবস্থান করছে। মরিসন বলেছেন, তিনি মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে অস্ট্রেলিয়ার দাবানল পরিস্থিতি নিয়ে কথা বলার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার বিষয়ে আলোচনা করেছেন। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বুধবার ভোরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র আধাস্বায়ত্তশাসিত কুর্দী অঞ্চল ইরবিলে আঘাত হানে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইরাকে মার্কিন সৈন্যদের ওপর হামলার বিষয়টি কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের জানিয়েছেন। প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার উভয়ই নিশ্চিত করেছেন আইনপ্রণেতারা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শুমারের মুখপাত্র জাস্টিন গোডমান বলেছেন, শুমার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং কর্মকর্তা-কর্মচারী ও অন্য ব্যক্তিদের জন্য দোয়া করছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ফোনে পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি ইরানকে যে কোন পদক্ষেপ এড়িয়ে চলতে বলেন যা উত্তেজনা আরও বাড়াবে। কানাডার শীর্ষ জেনারেল বলেছেন, তার দেশের সামরিক বাহিনী কিছু সৈন্যকে সাময়িকভাবে ইরাক থেকে কুয়েতে স্থানান্তর করছে। জেনারেল জোনাথান ভেন্স এ ঘোষণা দেন। সোলাইমানির হত্যাকা-ের পর থেকে পশ্চিমা সৈন্যরা ইরাকে উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। আইএসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে ইরাকে কানাডার প্রায় ৫শ’ সৈন্য রয়েছে। কানাডা বর্তমানে ইরাকে ন্যাটো ট্রেনিং মিশনে নেতৃত্ব দিচ্ছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যে ব্রিটিশ স্বার্থ রক্ষায় জরুরী পদক্ষেপ নেয়া হচ্ছে। বেন ওয়ালেস বলেন, ব্রিটিশ সরকার ইরাকের পার্লামেন্টের ভোটের ফলাফলের বিষয়টি খতিয়ে দেখছে। ওই ভোটের ফলাফলে বিদেশী সৈন্যদের ইরাক ত্যাগের কথা বলা হয়। সুইডেন কুর্দী অঞ্চল ব্যতীত ইরাকের অন্যান্য জায়গায় তার নাগরিকদের ভ্রমণ না করতে বলেছে। বিবৃতিতে নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের কথা বলা হয়। মিসরের জাতীয় এয়ারলাইন্স ইজিপ্টএয়ার সাময়িকভাবে বাগদাদে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, দেশের স্থিতিশীলতা রক্ষা করতে তারা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাজ করছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক জটিল অবস্থায় এবং সে কারণে এই সঙ্কটের প্রভাব ওই অঞ্চলে বাড়ার হুমকিতে রয়েছে। ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তার দেশের ১৪ সেনাকে ইরাক থেকে সরিয়ে কুয়েতে নেয়া হয়েছে। জার্মানি বলেছে, ইরাক থেকে ৩৫ সেনাকে প্রতিবেশী জর্ডান ও কুয়েতে সরিয়ে নেয়া হয়েছে। চীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে জাতিসংঘের বৈঠকে যোগ দিতে ভিসা না দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং বলেছেন, এ ধরনের বৈঠকে যোগ দিতে কাউকে ভিসা দিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তান ইরাকে তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ভ্রমণের পরামর্শ দিয়ে একটি বিবৃতি ইস্যু করেছে। ভারত অতিরিক্ত নোটিস না দেয়া পর্যন্ত তার নাগরিকদের ইরাকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
×