ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাজার বছরের শ্রেষ্ঠ

প্রকাশিত: ০৯:২৫, ৯ জানুয়ারি ২০২০

হাজার বছরের শ্রেষ্ঠ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষণজন্মা জাতিকে একটি স্বাধীন দেশ ও একটি পতাকা উপহার দিয়ে গেছেন। দেশ তাই তাকে নিয়ে গর্বিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাই দেশবাসীর অবশ্যই করণীয় আছে। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছেন তিনি। তাই তাকে নিয়ে পৃথিবীর মানুষ এত আলাপ-আলোচনায় রত হয়েছেন, দেশবাসী তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী হিসেবে জানে। বঙ্গবন্ধুকে নিয়ে পৃথিবীর বড় বড় নেতারা অনেক কথাই বলেছেন। কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেছেন, ‘আমি হিমালয় দেখিনি- শেখ মুজিবকে দেখেছি।’ এমনি ভাবে আরও অনেক খ্যাতিমান কবি সাহিত্যিক ও গুণীজন অনেক কথাই বলেছেন। তাদের মধ্যে ভারতের বিশিষ্ট আমলা ও কথাসাহিত্যিক অন্নদা শঙ্কর রায় বলেছেন- ‘যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’ ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত দেশে মুজিববর্ষ পালিত হতে যাচ্ছে। প্রশ্ন হলো এ সময়ে বাঙালী জাতি তথা বাংলাদেশীদের কি কিছুই করণীয় নেই? একজন মানুষ নিজের জীবন বাজি রেখে একটি দেশকে স্বাধীন করে দিয়ে গেলেন, জাতি একটি নতুন পতাকা পেল আর সেই মানুষের জন্য জাতির কোন কিছুই করণীয় নেই এটা হতে পারে না। তাই বাঙালী জাতির উচিত মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা। একটি দেশ বা জাতি একদিনে স্বাধীনতা লাভ করে না, বঙ্গবন্ধুর অসীম ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই বাঙালী জাতির উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করা, কারণ তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। রাজনীতিতে ভিন্ন ভিন্ন দল ও ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তাই বলে একটা গভীর সত্যকে অস্বীকার করার কোন উপাই নেই- নেই কোন যৌক্তিকতা। তাই দেশবাসীর সকলকে হীনম্মন্যতার উর্ধে উঠে তার প্রতি শ্রদ্ধা জানানো উচিত। দেশের জন্য আত্মত্যাগ করতে সকলে পারে কি? সকলেই কি দেশের জন্য প্রাণ দিতে পারেন? সকলেই কি দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিতে পারেন? বিশ্ব কবি বলেছেন- ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই’ কথাটা সত্য তবে কতজন এই সত্য কথার মর্যাদা দিতে পারেন? বঙ্গবন্ধু তো অনেক বারই দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন- মৃত্যুকে আলিঙ্গন করতে দ্বিধাবোধ করেননি, তাই মুজিববর্ষে বাঙালী জাতির দায়-দায়িত্ব অনেক। কলাবাগান, ঢাকা থেকে
×