ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১২:৩২, ৮ জানুয়ারি ২০২০

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট। মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। ধারাবাহিক আলোচনায় আজ দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। (পূর্ববর্তী প্রকাশের পর) ৮১. কম্পিউটার নেটওয়ার্কভুক্ত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী ডিভাইসকে কী বলে? ক. হাব খ. কম্পিউটার নেটওয়ার্কিং গ. সার্ভার ঘ. লোড ৮২. ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং ব্যবস্থাকে কী বলে? ক. নেটওয়ার্কিং খ. নেটওয়ার্ক টপোলজি গ. ক্লার্ডকে কম্পিউটিং ঘ. ইন্টারফেমিং কার্ড ৮৩. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশকে কি বলে ক. জ্যাকেট খ. কোর গ. বাফার ঘ. ক্লাডিং ৮৪. বিভিন্ন ধরনের ডেটা হলো- র. ই-মেইল রর. ভিডিও ররর. গড়ুরষধ ঋরৎবভড়ী নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ.র, রর ও ররর ৮৫. নিচের চিত্রটি কোন মোডের? ক. সিমপ্লেক্স খ. হাফ ডুপ্লেক্স গ. ফুল ডুপ্লেক্স ঘ. ব্রটকাস্ট ৮৬. মডেম হলো র. এনালগ ডেটা ডিজিটাল করে রর. ডিজিটাল ডেটা এনালগ করে ররর. সিনক্রোনাস নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৮৭. ন্যানোমিটার সমান কত মিটার? ক. ১০-৯ খ. ১০-৬ গ. ১০৬ ঘ. ১০৯ ৮৮. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন র. সংখ্যাটির মোট অঙ্ক রর. অঙ্কের নিজস্ব মান ররর. অঙ্কের স্থানীয় মান নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৮৯. ডেটা কমিউনিকেশনের উপাদান হলো র. কম্পিউটার রর. টেলিফোন ররর. ক্যাবল নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ.র ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর
×