ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচন পিছিয়ে দিতে রিট

প্রকাশিত: ১১:৫৬, ৮ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচন পিছিয়ে দিতে রিট

স্টাফ রিপোর্টার ॥ হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দিতে করা রিটের শুনানি ১২ জানুয়ারি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ। তিনি জানান, বিচারপতি মোঃ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজি জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ মেনশন সিøপ নিয়েছেন। আগামী রবিবার শুনানির সম্ভাবনা আছে। আদালতে মঙ্গলবার শুনানির জন্য অনুমতি নিতে যান রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ। এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন তিনি। রিট আবেদনে একমাত্র প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়। দুদকের জিজ্ঞাসাবাদ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ক্যাসিনো কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলুর রহমান মারুফকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনসহ কর্মকর্তারা বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে বেলা ১১টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন মারুফ। স্বজনসহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক নিয়ে সাদা রঙের প্রাইভেটকারে করে আসেন তিনি। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে শেখ মারুফকে তলব করে নোটিস পাঠানো হয়।
×