ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৯:০৭, ৮ জানুয়ারি ২০২০

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১১ লাখ ৭৫ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের। ব্র্যাক ব্যাংক ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা গ্লোবাল হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ বিতরণ করবে দুই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুডস ও এ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানি দুইটির লভ্যাংশ আজ বিইএফটিএন নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা হবে। আর যাদের কাগজের শেয়ার তাদের লভ্যাংশ কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস (রূপায়ন গোল্ডেন এজ, গুলশান এভিনিউ) থেকে সংগ্রহ করতে হবে। অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানি দুইটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×