ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ

প্রকাশিত: ০৮:০৭, ৭ জানুয়ারি ২০২০

ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বা এডিপি বাস্তবায়ন কম। চলতি অর্থবছরের এই সময়ে এডিপি বাস্তবায়িত হয়েছে ২৬ দশমিক ৩৬ শতাংশ। অথচ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ২৭ দশমিক ৪৫ শতাংশ। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এম এ মান্নান জানান, এডিপিতে গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৫৬ হাজার ৭১২ কোটি ১২ লাখ টাকা। গত অর্থবছরের ৬ মাসে খরচ হয়েছিল ৪৯ হাজার ৬৪৪ কোটি ৮০ লাখ টাকা। প্রধানমন্ত্রীর অনুশাসন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী জানান, দেশের যেকোনো ব্রীজের গোড়া বা আশপাশ থেকে বালু না তুলতে সড়ক ও জনপথ অধিদফতর এবং জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ এবং সেইসঙ্গে যেসব বেইলী ব্রীজ অপসারণ করা হবে সেগুলো ফেলে না রেখে অকশনে বিক্রির নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়া ভূ-উপরিস্থ পানি ব্যবহারের গুরুত্ব দিয়ে নদীর পানি বিশুদ্ধ করে পান করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
×