ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০২০

প্রকাশিত: ১২:২৫, ৭ জানুয়ারি ২০২০

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০২০

মাস্টার ট্রেইনার প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাউজান সরকারী কলেজ, চট্টগ্রাম। প্রশ্ন : ডেটা বা উপাত্ত কী? উত্তর : সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায়- তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। প্রশ্ন : তথ্য কী? উত্তর : তথ্য হলো কোন প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। অন্যভাবে বলা যায়- ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। তথ্য দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। প্রশ্ন : তথ্যপ্রযুক্তি (Information Technology) কাকে বলে? উত্তর : কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্যপ্রযুক্তি বলে বা সংক্ষেপে এই প্রযুক্তিকে ওঞ বলা হয়। প্রশ্ন : যোগাযোগ প্রযুক্তি (Communication Technology) কাকে বলে? উত্তর : যে প্রযুক্তির মাধ্যমে কোন তথ্য এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর কিংবা একজনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াকে যোগাযোগ প্রযুক্তি বলে। অন্যভাবে বলা যায়, ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। যেমন- টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। প্রশ্ন : ওঈঞ কী? উত্তর : ওঈঞ এর পূর্ণরূপ হলো Information & Communication Technology | যে Technology প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ ও ব্যবস্থাপনা করা হয় এবং তথ্য এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর কিংবা একজনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। প্রশ্ন : গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কী? উত্তর : বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যেমে একে অপরকে সেবা প্রদান করে থাকে। প্রশ্ন : ইন্টারনেট কী? উত্তর : ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। অর্থাৎ একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটারের যোগাযোগকে নেটওয়ার্ক বলে। আর একটি নেটওয়ার্কের সঙ্গে এক বা একাধিক নেটওয়ার্কের সংযোগ হয়ে বিশ্বব্যাপী বিস্তৃত যোগাযোগকে ইন্টারনেট বলে। ইন্টারনেটের আবিষ্কারক ভিনটন জি কার্ফ (ঠরহঃড়হ এ.ঈবৎভ)। প্রশ্ন : ই-মেইল কী? উত্তর : ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। অর্থাৎ ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান-প্রদান করার পদ্ধতি হচ্ছে ই-মেইল। এটি একটি উন্নত ও দ্রুত বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। এটি এমন এক নেটওয়ার্ক ব্যবস্থা যার মাধ্যমে স্বল্প ব্যয়ে তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোন প্রান্তে সংবাদ আদান- প্রদান করা যায়। কয়েকটি ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান হলো- মসধরষ, ুধযড়ড়, যড়ঃসধরষ, ড়ঁঃষড়ড়শ, ুড়যড়, ুধহফবী, ঢ়ৎড়ঃড়হ, রপষড়ঁফ, ইত্যাদি। ই-মেইল-এর আবিষ্কারক রে টমলিনসন (জধু ঞড়সষরহংড়হ)। প্রশ্ন : ভিডিও কনফারেন্সিং কী? উত্তর : বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে ব্যক্তিবর্গ কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তরের মাধ্যমে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো ভিডিও কনফারেন্সিং। স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে খুব সহজেই ভিডিও কনফারেন্সিং করা যায়। প্রশ্ন : টেলিকনফারেন্সিং কী? উত্তর : বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন টেলিফোন, মোবাইল ইত্যাদি ব্যবহার করে সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং ৩ প্রকার যথা : ক) পাবলিক কনফারেন্স। খ) ক্লোজড কনফারেন্স। গ) রীড অনলি কনফারেন্স। টেলিকনফারেন্সিং এর আবিষ্কারক মরি টারফ। প্রশ্ন : রিজার্ভেশন সিস্টেম (জবংবৎাধঃরড়হ ঝুংঃবস) কাকে বলে? উত্তর : যোগাযোগ ক্ষেত্রে রিজার্ভেশন সিস্টেম বর্তমানে বহুল প্রচলিত। ইলেকট্রনিক উপায়ে আসন বিন্যস্ত করাকে রিজার্ভেশন সিস্টেম বলে। যেমন- বিমান, রেলওয়ে, দূরপাল্লার বাস, হোটেলের সিট অগ্রিম বুকিং ইত্যাদি। প্রশ্ন : বুলেটিন বোর্ড কাকে বলে? উত্তর : ইঁষষবঃরহ ইড়ধৎফ ঝুংঃবস (ইইঝ) এটি একটি শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের অর্থাৎ মেইনফ্রেম বা মিনি বা সুপার মাইক্রো কম্পিউটারের টেলিফোন লাইন বা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সংযুক্ত হয়ে কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের সঙ্গে তথ্য আদান-প্রদান করার ব্যবস্থাকে বুলেটিন বোর্ড বলে। প্রশ্ন : আউটসোর্সিং কী? উত্তর : কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়াকে বলা হয় আউটসোর্সিং। প্রশ্ন : ফ্রিল্যান্সিং কী? উত্তর : কোন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘস্থায়ী চুক্তি না করে, স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। প্রশ্ন : দূরশিক্ষণ বা ই-লার্নিং কী? উত্তর : শিক্ষা গ্রহণের জন্য কোন শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা একদেশ থেকে অন্য দেশে যেতে হয় না। অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে। এমনকি একজন শিক্ষার্থী অনলাইনেই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে এবং ঘরে বসেই ফলাফল দেখতে পারে। এতে সময়, অর্থ, পরিশ্রম সাশ্রয় হয়। এই ধারণাকে বলা হয় দূরশিক্ষণ বা ই-লার্নিং। প্রশ্ন : টেলিমেডিসিন কী? উত্তর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন ভৌগোলিক ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেয়াকে টেলিমেডিসিন বলা হয়। প্রশ্ন : অফিস অটোমেশন কী? উত্তর : তথ্যপ্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমের (প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীণ ও বহিঃযোগাযোগ ইত্যাদি) বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরনের প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন। প্রশ্ন : স্মার্ট হোম বা হোম অটোমেশন কী? উত্তর : স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যে কোন স্থান থেকে কোন বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোমকে হোম অটোমেশন সিস্টেমও বলা হয়। প্রশ্ন : ই-কমার্স কী? উত্তর : ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা লেনদেন হয়ে থাকে। কিছু ই-কমার্স প্লাটফর্ম এর উদাহরণ- ধষরনধনধ.পড়স, ধসধুড়হ.পড়স, ফধৎধু.পড়স, ৎড়শড়সধৎর.পড়স ইত্যাদি। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে। প্রশ্ন : ভার্চুয়াল রিয়েলিটি কী? উত্তর : হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোন একটি পরিবেশ বা ঘটনার বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ন হলো ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা কী? উত্তর : মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্রিম উপায়ে যদি কোন যন্ত্রকে সেভাবে চিন্তা ভাবনা করানো যায়, তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কৃত্রিমবুদ্ধিমত্তা এর আবিষ্কারক : এমআইটি (গওঞ) ও জন ম্যাকার্থী (ঔড়যহ গপঈধৎঃযু)। ...বাকি অংশ আগামী সংখ্যায়
×