ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংলিশ এফএ কাপ

লিভারপুল ও চেলসি চতুর্থ রাউন্ডে

প্রকাশিত: ১২:২০, ৭ জানুয়ারি ২০২০

লিভারপুল ও চেলসি চতুর্থ রাউন্ডে

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ছন্দে থাকা লিভারপুল ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলে কষ্টার্জিত জয় পেয়েছে। রবিবার রাতে ঘরের মাঠ এ্যানফিল্ডে তৃতীয় রাউন্ডের ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারিয়ে আসরের চতুর্থ রাউন্ডের টিকেট কেটেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে লন্ডনের স্টামফোর্ড ব্রিজে নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে চেলসি। নিজেদের চেনা মাঠে তারুণ্য নির্ভর লিভারপুল ম্যাচের পার্থক্য গড়ে কুর্টিস জোন্সে গোলে। ম্যাচের ৭১ মিনিটে প্রথমবারের মতো সিনিয়র দলে গোল করেন এই তরুণ। টাকুমি মিনামিনোর অভিষেক হয় ম্যাচে লিভারপুলের জার্সিতে। আরও ৮টি বদল আনেন কোচ জার্গেন ক্লপ। চোটে জেমস মিলনার মাঠের বাইরে গেলে অধিনায়কত্ব পান এ্যাডাম লালানা। তরুণ নাথানিয়েল ফিলিপস, জর্ডান উইলিয়ামস, পেড্রো চিরিভেয়া, হার্ভে এলিয়ট খেলেন সেরা একাদশে। মিলনার ছিটকে গেলে নবম মিনিটে বদলি নামেন ইয়াসের লারোউসি। এই দল নিয়েও প্রথমার্ধে আধিপত্য ধরে রাখে দ্য রেডসরা। লিভারপুল গোলরক্ষক আদ্রিয়ান রুখে দেন তাকে। বিরতিতে স্কোর গোলশূন্য থাকলে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ৭১ মিনিটে ডিভোক অরিজির বাড়িয়ে দেয়া বল বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে পাঠান জোন্স। তার বাঁকানো শট গোলপোস্ট স্পর্শ করে জালে ঢোকে। আরেক ম্যাচে স্টামফোর্ড ব্রিজে ভুলে যেতে বসা জয়ের স্বাদ পেয়েছে চেলসি। ঘরের মাঠে গত চারটি লীগ ম্যাচের তিনটি হারা ব্লুজরা তৃতীয় মিনিটে ক্যালাম হাডসন ওডোয়ের গোলে এগিয়ে যায়। ম্যাচের আধঘণ্টা পেরনোর কিছুক্ষণ পর দ্বিতীয় গোল করেন রস বার্কলে। এফএ কাপে নটিংহামের বিপক্ষে শতভাগ সফলতা চেলসি ধরে রাখল পাঁচ ম্যাচের সব জিতে। এদিকে মিডলসব্রোর মাঠে হোঁচট খেয়েছে টটেনহ্যাম হটস্পার। জোশে মরিনহোর শিষ্যরা ১-১ গোলে ড্র করেছে। তাতে রিপ্লে ম্যাচ খেলতে হবে দুই দলকে। ফ্লেচারের গোলে পিছিয়ে পড়েছিল স্পার্সরা। এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুকাস মোউরা টটেনহ্যামকে ফেরান সমতায়।
×