ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জাতীয় দল চূড়ান্ত

প্রকাশিত: ১২:১৯, ৭ জানুয়ারি ২০২০

বাংলাদেশ জাতীয় দল চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মু?জিবুর রহমা?নের জন্মশতবা?র্ষিকী উপল?ক্ষে আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৬ দেশ। বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে থাকছে বুরুন্ডি, সিশেলস ও মরিসাস। উল্লেখ্য, এ গ্রুপের তিনটি দলই এশিয়ার আর বি গ্রুপের তিনটি দেশই আফ্রিকার। ফাইনাল ২৫ জানুয়ারি। ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতার সব ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে আরটিভিতে। ছয়? দ?লের ম?ধ্যে র?্যাঙ্কিংয়ে সবার ওপ?রে আছে ফি?লি?স্তিন। তারা র?য়ে?ছে ১০৬-এ। এরপর র?য়ে?ছে বুরু?ন্ডি (১৫১) ও ম?রিশাস (১৭২)। বাংলা?দেশের অবস্থান ১৮৭তম। সিশেলস রয়েছে বরাবর ২০০তম স্থানে। শ্রীলঙ্কা র?য়ে?ছে সবার নি?চে (২০৫)। প্রতি গ্রুপের সেরা দুই দল সে?মিফাইনা?লে খেল?বে। সেখান থেকে দু?টি দল খেল?বে ফাইনালে। বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। এ উপলক্ষে চূড়ান্ত দল ঘোষণা করা হয় সোমবার বাফুফে ভবনে। দল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস। মঙ্গলবার সন্ধ্যা ৭টার মধ্যে দলে ডাক পাওয়া ২৩ ফুটবলারকে তাদের প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ ঢাকার পল্টনের ফারস্ হোটেল এ্যান্ড রিসোর্টে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর কাছে রিপোর্ট করতে হবে। দলে নতুন মুখ মানিক হোসেন মোল্লা। চট্টগাম আবাহনীর হয়ে খেলা তরুণ এই মিডফিল্ডার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মণ। সর্বশেষ তিনি গত বছরের মার্চে খেলেছিলেন জাতীয় দলের হয়ে। এরপর ইনজুরির কারণে আর খেলা হয়নি। সর্বশেষ ফেডারেশন কাপে খেলে আবার সুযোগ পেলেন জাতীয় দলে। এসএ গেমসে খেলা আরেক ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাও আছেন স্কোয়াডে। তবে বাদ পড়েছেন বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ ও ইয়াসিন আরাফাত। ইনজুরির কারণে দলে নেই বিপুল। আর সন্তোষজনক পারফর্মেন্স করতে না পারায় রাখা হয়নি সবুজ ও ইয়াসিনকে। দলে সর্বাধিক নয় ফুটবলার আছে বসুন্ধরা কিংসের। দ্বিতীয় সর্বাধিক সাত জন আবাহনী লিমিটেডের। সাইফ স্পোর্টিংয়ের আছেন চার ফুটবলার। চট্টগ্রাম আবাহনীর ২ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের আছেন এক ফুটবলার। ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল ॥ গোলরক্ষকÑ আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো; ডিফেন্ডারÑ সুশান্ত ত্রিপুরা, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান ও রায়হান হাসান; মিডফিল্ডারÑ জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, মামুনুল ইসলাম, রবিউল হাসান ও মানিক হোসেন মোল্লা; ফরোয়ার্ডÑ মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, নাবীব নেওয়াজ জীবন, রকিব হোসেন ও আরিফুর রহমান।
×