ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

প্রকাশিত: ১২:১৯, ৭ জানুয়ারি ২০২০

অনুর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট। ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। এবারের এই আসরে বাংলাদেশের দুই আম্পায়ারকেও দেখা যাবে ম্যাচ পরিচালনায়। বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা শহীদ ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। এবারই প্রথমবারের মতো আইসিসির কোন আসরে বাংলাদেশের দুজন আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন। দায়িত্ব কাঁধে নিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন সৈকত ও মুকুল। যুব বিশ্বকাপের প্রথম রাউন্ডে মুকুল, সৈকত দুজনই পাঁচটি করে ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১২ জানুয়ারি পাকিস্তান-নাইজিরিয়া ওয়ার্মআপ ম্যাচ দিয়ে বিশ্বকাপে আম্পায়ারিং শুরু করবেন সৈকত। আর ১৩ জানুয়ারি জাপান-স্কটল্যান্ড ওয়ার্মআপ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন মুকুল। ভারত-নিউজিল্যান্ডের মতো বড় ম্যাচেও মাঠের আম্পায়ার হিসেবে কাজ করবেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই আম্পায়ার। বিশ্ব ক্রিকেটে নিজেদের সমীহ জাগানিয়া দল হিসেবে প্রতিষ্ঠিত করলেও আম্পায়ারিংয়ের দিক থেকে এখনও বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের কোন আম্পায়ার।
×