ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানবতার জন্য গর্বের ব্যাগি গ্রীন বিসর্জন দিচ্ছেন ওয়ার্ন

প্রকাশিত: ১২:১৮, ৭ জানুয়ারি ২০২০

মানবতার জন্য গর্বের ব্যাগি গ্রীন বিসর্জন দিচ্ছেন ওয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা করেছিলেন টেনিস তারকা নিক কির্গিয়স। অজি তারকার মানবিক আহ্বানে সাড়া দিয়েই গোটা টেনিস দুনিয়া ঝাঁপিয়ে পড়েছে অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে। এবার নিজের সবচেয়ে দামী ব্যাগি গ্রীন ক্যাপ নিলামে তোলার ঘোষণা দিলেন স্পিন সম্রাট শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে এমন সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়েছেন তিনি। ৫০ বছর বয়সী গ্রেট ওয়ার্ন তার টুইটা এ্যাকাউন্টে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল আমারা সকলেই অবিশ্বাসের মধ্যে রয়েছি। আগুনের দাপটে কত মানুষের উপর প্রভাব ফেলেছে তা একেবারেই ধারণার বাইরে। গোটা ঘটনাই আমাদের স্পর্শ করেছে। কত মানুষ ঘরছাড়া হয়েছে, বাড়ি ভেঙ্গে পড়েছে, ৫০ কোটির উপর পশু এখনও পর্যন্ত মারা গেছে। আসুন সকলে একত্রিত হই, প্রতিদিনই অর্থ সংগ্রহের জন্য উপযুক্ত পথ সন্ধান করি। আমার সবচেয়ে ভাললাগার ব্যাগি গ্রীন ক্যাপ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি, যেটি টেস্ট ক্যরিয়ারে সবসময়ের আমার সঙ্গী ছিল। আমার আশা, এই ব্যাগি গ্রীন কিছুটা হলেও মানুষের সাহায্যার্থে অর্থ জোগাতে পারবে, যা মানুষের প্রয়োজনে আসবে।’ ওয়ার্নের ব্যাগি গ্রীন কত দামে বিক্রি হতে পারে, সেটা অবশ্য বলা কঠিন। এর আগে ২০১৩ সালে স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রীন নিলামে বিক্রি হয়েছিল ৪ লাখ ২৫ হাজার ডলারে। ব্যাগি গ্রীন ক্যাপ যে কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো, অনেক অনেক প্রিয় একটা জিনিস। সুপারস্টার ওয়ার্ন তার ক্যারিয়ারে ঠিক কয়টি ব্যাগি গ্রীন ক্যাপ পেয়েছিলেন, সেটাও অজানা। যদিও একবার তিনি তার এক বন্ধুকে একটি ব্যাগি গ্রীন উপহার দিয়েছিলেন। ক্যারিয়ারজুড়ে সাদা ফ্লপি ক্যাপটাই বেশি পরতেন ওয়ার্ন। তবে স্টিভ ওয়াহর অধীনে খেলার সময় সব অস্ট্রেলিয়ান ক্রিকেটারকেই টেস্টের প্রথম সেশনে ব্যাগি গ্রীন ক্যাপ পরতে হতো।
×