ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে কন্টা-কারবারের হার

প্রকাশিত: ১২:১৮, ৭ জানুয়ারি ২০২০

ব্রিসবেনে কন্টা-কারবারের হার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের শুরুতেই ধাক্কা খেলেন জোহানা কন্টা, এ্যাঞ্জেলিক কারবার এবং এলিনা সিতলিনার মতো তারকারকা। বছরের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেয়েছেন তারা। বারবোরা স্ট্রাইকোভার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন গ্রেট ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় জোহানা কন্টা। সাবেক চ্যাম্পিয়ন এলিনা সিতলিনাকে বিদায় করেছেন আমেরিকার ড্যানিয়েল কোলিন্স। অন্য ম্যাচে সামান্থা স্টোসারের কাছে হেরেছেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৮ নম্বর তারকা এ্যাঞ্জেলিক কারবার। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে অবস্থান করছেন জোহানা কন্টা। বেশ কদিন ধরেই হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন তিনি। তবে সুস্থ হয়ে ব্রিসবেন দিয়েই নতুন বছর শুরু করেন ব্রিটিশ তারকা। কিন্তু শুরুতেই পরাজয়ের স্বাদ উপহার পেতে হলো তাকে। তিন সেটের লড়াইয়ে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছেন চেকপ্রজাতন্ত্রের স্ট্রাইকোভা। সোমবার বারবোরা স্ট্রাইকোভা ৬-২, ৩-৬ এবং ৬-৩ সেটে পরাজিত করেন জোহানা কন্টাকে। এর ফলে ব্রিটিশ তারকার বিপক্ষে মুখোমুখি তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছেন চেক তারকা। এর আগে ৩১ নম্বরে থাকা স্ট্রাইকোভা গত বছরের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেও হারিয়েছিলেন জোহানা কন্টাকে। ব্রিসবেনের প্রথম দিনে টেনিসপ্রেমীরা আলাদা করেই নজর রেখেছিলেন সামান্থা স্টোসার বনাম এ্যাঞ্জেলিক কারবারের ম্যাচে। তবে হতাশ করেননি সমর্থকদের। রুদ্ধশ্বাস লড়াই উপহার দিয়েছেন দুই তারকাই। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছেড়েছেন স্টোসার। স্বাগতিক তারকা এদিন ৭-৬ (৭/৫) এবং ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন জার্মানির কারবারকে। হারুনুর রশীদকে অভিনন্দন স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমটির সদস্য ও ঢাকা মহনগরী ফুটবল লীগ কমিটির (ঢামফুলিক) চেয়ারম্যান হারুনুর রশীদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সোমবার ঢামফুলিক কমিটির কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। ঊাফুফের পক্ষে বাফুফে সদস্য ও পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান শওকত আলী খান জাহাঙ্গীর এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ হারুনুর রশীদকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
×