ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আগেভাগেই বাংলাদেশে আসছে জিম্বাবুইয়ে

প্রকাশিত: ১২:১৮, ৭ জানুয়ারি ২০২০

আগেভাগেই বাংলাদেশে আসছে জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরে টানা আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা বাংলাদেশ দলের। বিশেষ করে বছরের শেষে টি২০ বিশ্বকাপ থাকা এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকার কারণে এ দুই ফরমেটের ক্রিকেটে বেশি ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফর পরিকল্পনার (এফটিপি) অংশ হিসেবে এ মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা, তবে এখনও তা নিশ্চিত হয়নি। আর মার্চে আসার কথা জিম্বাবুইয়ে দলের। কিন্তু আগেভাগেই আসছে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে এসে ৫ টি২০ ও ১ টেস্ট খেলার কথা রয়েছে তাদের। তবে এখনও সিরিজে কি থাকবে তা নিশ্চিত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ওয়ানডেও থাকতে পারে সিরিজে এবং সেক্ষেত্রে ৩ টি২০ ম্যাচের সিরিজ হবে। ফেব্রুয়ারিতে জিম্বাবুইয়ের আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। জিম্বাবুইয়ে সিরিজ এগিয়ে আনার ব্যাপারে আলোচনা চললেও এখনও ধোঁয়াশা রয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। সিরিজটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা সেটাও পরিষ্কার নয়। পাকিস্তানের মাটিতে শুধু ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে চায় বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজ আপাতত খেলতে চাইছে না বিসিবি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাতে এখনও রাজি না হওয়াতে সফরের ভাগ্য ঝুলে আছে। ১৮ জানুয়ারি পাক ফরে গিয়ে দুটি টেস্ট এবং তিন টি২০ ম্যাচের সিরিজ রয়েছে আইসিসির এফটিপিতে। সফরটি হোক বা না হোক, জিম্বাবুইয়ের সঙ্গে সফরটি এগিয়ে আনার আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। এ বিষয়ে আকরাম বলেন, ‘আমাদের আলোচনা চলছে জিম্বাবুইয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে। আশা করছি দ্রুত কোন সিদ্ধান্তে পৌঁছতে পারব।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশ নিয়ে দুটি টি২০ ম্যাচ আয়োজনের পরিকল্পনায় আছে বিসিবি। মূলত এ কারণেই সিরিজটি এগিয়ে আনার ব্যাপারে আলোচনা দলছে দুই বোর্ডের মাঝে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘জিম্বাবুইয়ে ক্রিকেট দলের আগামী ফেব্রুয়ারিতে আসার কথা। এখনও তারিখ চূড়ান্ত হয়নি। দ্রুতই হয়ে যাবে বলে আশা করছি।’
×