ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আচমকাই বিয়ের পিঁড়িতে অধিনায়ক জামাল

প্রকাশিত: ১২:১৬, ৭ জানুয়ারি ২০২০

আচমকাই বিয়ের পিঁড়িতে অধিনায়ক জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ আচমকাই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। রবিবার রাতে বিয়ে করেছেন তারকা এই মিডফিল্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবির মধ্য দিয়ে জামালের বিয়ের খবর জানা গেছে। ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সাজে কনেসহ বর আসনে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল। যদিও বিয়ে প্রসঙ্গে অফিসিয়ালি কেউ কিছু জানায়নি। অবশ্য জানা গেছে, জন্মভূমি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। তবে জামাল ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজেও বিয়ের কোন তথ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, দেশে এসে এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানাব। জামাল বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন। সাইফ তাদের ফেসবুক পেজে জামালের বিয়ের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছে। শুধু সাইফ স্পোটিংই নয়, জাতীয় ও ক্লাব দলের সতীর্থ, অন্যান্য ক্লাব, শুভাকাক্সক্ষীরাও অভিনন্দন জানিয়েছেন জামালকে। সদ্যসমাপ্ত ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে হেরে যায় জামাল ভূঁইয়ার ক্লাব সাইফ স্পোর্টিং। ওই ম্যাচটি খেলার পরই ডেনমার্ক ফিরে যান। বিয়ের জন্যই যে সেখানে যান সেটা এখন স্পষ্ট। জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। বড়ও হয়েছেন সেখানে। ডেনমার্কেই থাকেন তার পরিবারের বাকি সব সদস্য। বাংলাদেশী বংশোদ্ভূত হওয়ার কারণেই তিনি খেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। এ কারণেই ডেনমার্কে পারিবারিক আবহে বিয়ে করেছেন তিনি। জামালের ছোঁয়ায় আলাউদ্দিনের চেরাগের মতো পাল্টে যায় বাংলাদেশের ফুটবল। ইংলিশ কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া লাল-সবুজের দেশের সাম্প্রতিক চোখ ধাঁধানো সাফল্যের রূপকার। ২০১৬ সালের অক্টেবর মাসে ভুটানের কাছে হারের পর নির্বাসনে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শুরু ২০১৮ সালের ২৭ মার্চ থেকে। ১৭ মাস আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকার পর বাংলাদেশের ফুটবলে এসেছে আমূল পরিবর্তন। এখন যে কোন দলের বিরুদ্ধে লড়াই করতে জানেন বেঙ্গল টাইগার্সরা। অবশ্য গত বছরের শেষটা প্রত্যাশামতো হয়নি বাংলাদেশের।
×