ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪৯ নেতাকর্মীর আগাম জামিন

প্রকাশিত: ১২:০৬, ৭ জানুয়ারি ২০২০

৪৯ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪৯ নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম রিগানসহ ৪৯ জন নেতাকর্মী। সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী ‘সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ’ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৯ জানুয়ারি বৃহস্পতিবার। এদিন অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এ উপলক্ষে রাজধানী ঢাকার ২৬, ইস্কাটন গার্ডেন রোডে- সাওল মিলনায়তনে দিনব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ দেয়া হবে। যেকোন হৃদরোগী এ সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটি প্রতি শনিবার বিকেল ৪টায় হার্ট, ইয়োগা, ডায়েটের ফ্রি সেমিনার আয়োজনের পাশাপাশি মানুষকে খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুস্থ রাখার সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা পরামর্শ নিতে যোগাযোগ করুন: ০৯৬১২১১৯৯২২।-বিজ্ঞপ্তি
×