ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

কৃষ্ণা রায়কে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ নয়?

প্রকাশিত: ১১:৫৭, ৭ জানুয়ারি ২০২০

কৃষ্ণা রায়কে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ নয়?

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকায় ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায় ও তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাদিম চৌধুরীকে আট সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে আসন্ন ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রাজধানী ঢাকায় ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায় ও তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিআরটিএর চেয়ারম্যান, ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল প্রদান করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট ইমরান হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল মোঃ সাইফুল আলম। এর আগে গত ১৭ নবেম্বর কৃষ্ণা রায়ের স্বামী ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদনটি দায়ের করেছিলেন। গত বছরের ২৭ আগস্ট বাংলামোটর এলাকায় ফুটপাথ দিয়ে যাওয়ার সময় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায়। তিনি বিআইডব্লিউটিসের হিসাব বিভাগের কর্মকর্তা। নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে রিট আসন্ন ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে সুপ্রীমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ এ রিট করেন। কাউন্সিলর প্রার্থীর হাইকোর্টে জামিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রদল নেতা নাদিম চৌধুরীকে আট সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নাদিম চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মরিয়ম খন্দকার। পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে রমনা থানায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন নাদিম। সোমবার আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী।
×