ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সমতা লেদারের ক্রয়-বিক্রয়ে গরমিল

প্রকাশিত: ০৯:৩৯, ৭ জানুয়ারি ২০২০

সমতা লেদারের ক্রয়-বিক্রয়ে গরমিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্সের ২০১৮-১৯ অর্থবছরের আর্থিক হিসাবে প্রদত্ত ক্রয়-বিক্রয়ে গরমিল পেয়েছে নিরীক্ষক। কোম্পানির মূসক সংক্রান্ত ডকুমেন্টসের সঙ্গে ক্রয়-বিক্রয়ের এই গরমিল পাওয়া গেছে। সমতা লেদারের ২০১৮-১৯ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কার কথা জানিয়েছেন নিরীক্ষক। নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ ২০১৮-১৯ অর্থবছরের আর্থিক হিসাবে যে পরিমাণ বিক্রয় এবং কাঁচামাল ক্রয় দেখিয়েছেন, তা মূসক সংক্রান্ত ডকুমেন্টস দ্ধারা সমর্থিত নয়া। তারা ২০১৮-১৯ অর্থবছরে ৯ কোটি ৪ লাখ টাকার বিক্রয় এবং ৩ কোটি ৭৭ লাখ টাকার কাঁচামাল ক্রয় দেখিয়েছেন। সমতা লেদারের আর্থিক হিসাবে অবচয়ের পরিবর্তন সঠিকভাবে দেখানো হয়নি। এক্ষেত্রে আন্তর্জাতিক হিসাব মানের (আইএএস)-১৬ এর প্যারা ৪৮ ভঙ্গ করা হয়েছে। এছাড়া রিভ্যালুয়েশন রিজার্ভ রিটেইন আর্নিংসে স্থানান্তরের ক্ষেত্রে আইএএস-১৬ এর ৪১ অনুসরণ করা হয়নি। আর্থিক হিসাব অনুযায়ী, তারা আইএএস-২১ এর প্যারা ২৮ অনুযায়ী, বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তনের বিষয়টি আর্থিক হিসাবে বিবেচনায় নেয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। তারা ২০১৮-১৯ অর্থবছরে কেনা নতুন স্থায়ী সম্পদের ওপরে পূর্ণ বছরের অবচয় চার্জ করে আইএএস-১৬ এর প্যারা ৫৫ লঙ্ঘন করেছে বলেও জানিয়েছেন নিরীক্ষক। নিরীক্ষক জানিয়েছেন, জমির বিপরীতে টাকা প্রদান না করেই আর্থিক হিসাবে অগ্রিম বাবদ ১৮ লাখ ১৮ হাজার টাকা প্রদান দেখিয়েছেন সমতা লেদার কর্তৃপক্ষ। যারা আইএএস ১২ অনুযায়ী ডেফার্ড টেক্স গণনা করে না। এছাড়া আর্থিক হিসাবে বিএসইসির নির্দেশনা অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ ও শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লোর গণনার নোটস দেয়নি। ১০ কোটি ৩২ লাখ টাকা পরিশোধিত মূলধনের সমতা লেদারের ৪ কোটি ৭৬ লাখ টাকার রিজার্ভ রয়েছে। এ কোম্পানিটির শেয়ার দর সোমবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৪২.২০ টাকায়।
×