ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০ মণ জাটকা জব্দ

প্রকাশিত: ০৯:২৫, ৭ জানুয়ারি ২০২০

২০ মণ জাটকা জব্দ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৬ জানুয়ারি ॥ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশের পুতার মৎস্য ঘাটে সোমবার সকালে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার জুলফিকার হায়দার স্থানীয় সাংবাদিকদের জানান, সোমবার সকাল ১০টায় জব্দকৃত জাটকা ইলিশ সোনারচর কন্টিজেন্ট অফিসের সামনে থেকে মাদ্রাসা, এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জাল পাতা অবস্থায় ৫ মণ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ৬ জানুয়ারি ॥ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কলাপাড়ায় প্রতিবন্ধীদের সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পৌরসভা মিলনায়তনে কলাপাড়া পৌরসভার উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন করেন, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। সচিব মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর উম্মে তামিমা বিথী প্রমুখ।
×