ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রবাসীদের প্রত্যাশা পূরণ করেছে সোনার তরী

প্রকাশিত: ০৯:২৫, ৭ জানুয়ারি ২০২০

প্রবাসীদের প্রত্যাশা পূরণ করেছে সোনার তরী

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ প্রবাসীদের প্রত্যাশা পূরণ করেছে সোনার তরী। প্রথমবারের মতো যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। ২৯৭ যাত্রী নিয়ে বোয়িং-৭৮৭ ‘সোনার তরী’ বিমানটি সোমবার দুপুর ১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ২৯৮ যাত্রী ধারণক্ষমতার প্লেনটি ২৯৭ যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করেছে। যাত্রীদের মধ্যে ২৮৫ জনই সিলেটের এবং বাকিরা ঢাকার। সরাসরি সিলেটের যাত্রীরা ওসমানী বিমানবন্দরে আসার এই সুযোগ পাওয়ায় অনেক আনন্দিত। জানা যায় ম্যানচেস্টার থেকে সপ্তাহে তিনদিন (সোম, বুধ, শুক্রবার) সিলেটে বিমান নামবে। এরপর সেটি যাবে ঢাকায়। প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা-ম্যানচেস্টার রুটে আবার ফ্লাইটটি চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বি’বাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় চারজনের ফাঁসি স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্যবসায়ী আবদুল হান্নান বাহার হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সফিউল আজম এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন নুরু মিয়া, কাদির হোসেন, জিয়াউল হক ও লোকমান। এদের মধ্যে জিয়াউল হক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকি আসামিরা পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামের আবদুল লতিফের ছেলে আবদুল হান্নান বাহার ঢাকার চকবাজারে কসমেটিক ও ইমিটেশনের ব্যবসা করতেন। ২০১৪ সালের ৪ আগস্ট দুপুরে বাহার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকায় পাইকার লোকমান খানের কাছে বকেয়া আদায় করতে যান। বাহারকে তার পাওনা টাকা পরিশোধ করবেন বলে বাঙ্গরা বাজারে ডেকে নেন লোকমান। ৬ আগস্ট রাতে আসামিরা বাহারকে নির্যাতন শেষে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর লঞ্চ ঘাটের বিপরীত দিকে তিতাস নদীতে ফেলে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর ৮ আগস্ট বিকেলে নদী থেকে বাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
×