ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুজিববর্ষ উদযাপন কর্মসূচী

চট্টগ্রামে ৪ কাউন্ট ডাউন ক্লক স্থাপনে ব্যয় সোয়া কোটি টাকা

প্রকাশিত: ০৯:২১, ৭ জানুয়ারি ২০২০

চট্টগ্রামে ৪ কাউন্ট ডাউন ক্লক স্থাপনে ব্যয় সোয়া কোটি টাকা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুজিববর্ষ উদযাপনে কাউন্ট ডাউন ক্লক স্থাপনসহ বছরব্যাপী নগর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের কর্মসূচী গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বন্দরনগরীতে ৪টি কাউন্ট ডাউন ক্লক স্থাপন করা হবে। এই ক্লকগুলো হবে সরকারের অভিন্ন মডেলের। এতে ব্যয় হবে ১ কোটি ৩৫ লাখ টাকা। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, ৪টি ক্লকের মধ্যে একটি হবে আন্দরকিল্লাহ পুরাতন নগর ভবনের সামনে। চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে, আদালত ভবনের সামনে এবং শাহ আমানত সেতু এলাকায় বাকি তিনটি কাউন্ট ডাউন ক্লক স্থাপিত হচ্ছে। এই চার কাউন্ট ডাউন ক্লকের কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে। আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে আগামী ১৭ মার্চ। এই জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সরকারের অভিন্ন মডেলের ক্লক স্থাপন করা হচ্ছে নগরে। ৪টি ক্লকের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ক্লকের ক্ষেত্রে স্থাপন ও ১০০ দিন পর্যন্ত ব্যবস্থাপনায় ব্যয় হবে ৪৯ লাখ ৩০ হাজার ৬০৯ টাকা, আর প্রতিটি ‘বি’ ক্যাটাগরির ক্লকের ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৮২ হাজার ৮২৩ টাকা। এই চারটি কাউন্ট ডাউন ক্লকের জন্য চসিকের ব্যয় হচ্ছে ১ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৭৮ টাকা। চসিক এ ব্যয় বহন করছে। জাতীয় পর্যায়ে কর্মসূচী পালনের পাশাপাশি বছরব্যাপী কর্মসূচী বাস্তবায়ন এবং নতুন প্রজন্মের মাঝে জাতির জনকের কর্মময় জীবন ও রাজনৈতিক জীবনকে তুলে ধরার জন্য চসিকের এই প্রয়াস। চসিকের এই কর্মসূচী ছাড়াও আগামী প্রজন্মের নাগরিকদের মাঝে বঙ্গবন্ধুর আর্দশ তুলে ধরা এবং মুজিববর্ষকে স্মরণীয় বরণীয় করে রাখার নিমিত্তে নগরীর বাটালি হিলে বঙ্গবন্ধুর ম্যুরাল, পাহাড়তলী শেখ রাসেল পার্ক এবং বঙ্গবন্ধু সড়কের বড়পুল গোলচত্বরের ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুধু কাউন্ট ডাউন ক্লক স্থাপনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি চসিক। সিটি মেয়র এই মুজিববর্ষকে ঘিরে মশকমুক্ত পরিচ্ছন্ন সবুজ নগর, বঙ্গবন্ধুর নিবেদনে অমর একুশে বইমেলাসহ বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচীর আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডকে ৪ ভাগে বিভক্ত করে প্রতিটি ভাগে রাস্তা, ফুটপাথ, গলি উপগলি, নালা-নর্দমা ইত্যাদি যথাযথভাবে পরিষ্কার, মশার বংশবিস্তার রোধ এবং মশার স্থান ধ্বংসকরণে কেমিক্যাল স্প্রে, বর্জ্য ফেলার স্থান ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন প্রতি মাসে ২ বার বিশেষ পরিষ্কারকরণ, ডোর টু ডোর সেবকদের কাজের মান বৃদ্ধির জন্য কর্মশালা, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হাসপাতাল, অফিস ও শপিং কমপ্লেক্স ইত্যাদি পরিষ্কারকরণ, গৃহস্থালির বর্জ্যাদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে ‘পলিথিন ব্যবহার বন্ধ করুন’, ‘চট্টগ্রাম শহরকে সুস্থ রাখুন’সহ বিভিন্ন স্লোগান সম্মিলিত সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেন, নগরবাসীকে সম্পৃক্তকরণ, মনিটরিং ও রিপোর্টিং কার্যক্রম জোরদার, নগরীকে সবুজায়ন কার্যক্রম ইত্যাদি রয়েছে।
×