ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ

প্রকাশিত: ০৯:২০, ৭ জানুয়ারি ২০২০

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বিয়েতে রাজি না হওয়ায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে বখাটেরা। রবিবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার নুরনগর দেওয়ানবাড়ি নামক স্থানে বখাটেরা পথরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা রবিবার রাতে শ্যামনগর থানায় ৫ বখাটের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অভিযোগ, নিদয়া গ্রামের লিয়াকত আলীর পুত্র হাফিজুর রহমান স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। এক পর্যায়ে সে মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু নাবালিকা মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানায় পিতা। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার স্কুলে যাওয়ার সময় হাফিজুর বন্ধুদের নিয়ে মোটরসাইকেলযোগে মেয়েটিকে অপহরণ করে। নৈশপ্রহরীকে হত্যা করে ২২ লাখ টাকা লুট স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চিলমারী উপজেলার জোড়গাছ বাজারে নৈশপ্রহরী এরশাদুল হককে (৫৫) হত্যা করে তিন দোকানে ডাকাতি করে প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত তিনটার দিকে ডাকাতরা নৈশপ্রহরী এরশাদুল হককে বাজারের মকবুলের চায়ের দোকানের সামনে একটি বাঁশের মধ্যে হাত-পা বেঁধে মুখে গামছা গুজিয়ে হত্যা করে। এরপর ডাকাতরা বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু বুক স্টোরের সার্টারের তালা ভেঙ্গে মালামাল ও ক্যাশ লুট করে।
×