ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে শিক্ষিকা হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৯:১৯, ৭ জানুয়ারি ২০২০

মাদারীপুরে শিক্ষিকা হত্যার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ জানুয়ারি ॥ সদর উপজেলার ঘটমাঝি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তানজিনা খানম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে স্কুল মাঠে মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়। জানা গেছে, গত ২৩ ডিসেম্বর সদর উপজেলার চরমুগরিয়া এলকায় ট্রলি চাপা দিয়ে ঘটমাঝি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা তানজিনা খানমকে হত্যা করা হয়। পরে আসাদুল হাওলাদার ও শহিদুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করা হয়। আসামিদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে তিনটি স্কুলের হাজার খানেক শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে ঘাতকের বিচারের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন ঘটমাঝি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, দলিল উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, স্কুলের সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, স্থানীয় সমাজসেবক আবদুর রশিদ সিং প্রমুখ। কর্ণফুলীতে জাহাজে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী নদীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জাহাজ। সোমবার সকালে ‘এলটিসি কাজল’ নামের জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটি মেরামতের জন্য দক্ষিণ পাড়ের ডকইয়ার্ডে তোলা হয়েছিল। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জাহাজটি টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে চলাচল করে থাকে। মেরামতের জন্য কর্ণফুলীর ইছানগর বিএফডিসি মাল্টি চ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে থাকা এই জাহাজে সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে তিনটি গাড়ি অকুস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে জাহাজটির কেবিনসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
×