ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৮, ৭ জানুয়ারি ২০২০

ইবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিভাগীয় শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল শুরু করে অনুষদ ভবনের সামনে এসে শেষ করে। এ সময় ‘আমাদের শিক্ষক লাঞ্ছিত কেন-প্রশাসন জবাব চাই’ ক্যাম্পাসে বহিরাগত কেন-প্রশাসন জবাব চাই’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়। জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমিক করিডরে আলমগীর হোসেন নামক এক ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখা যায়। পরে তার পরিচয় জানতে চান অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। পরিচয় জানতে চাইলে বহিরাগত লোকটি বলেন আমি আমার আত্মীয় এখানকার এক কর্মকর্তার তার কাছে এসেছি। পরে ওই কর্মকর্তার খোঁজ নেন তিনি কিন্তু তার পরিচয়ে মিল পাননি। এক পর্যায়ে ওই লোকটি জাহাঙ্গীর আলমের রুমে গিয়ে তাকে শারীরিক লাঞ্ছনা করে পালানোর চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টরের কাছে হস্তান্তর করলে তিনি তাকে পুলিশে দেন। এ ঘটনায় অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, আমি ভবনের করিডরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎই আমার উপর আক্রমণ করে। আমরা বিভাগ থেকে একাডেমিক কমিটির মিটিং থেকে প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছি।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
×