ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৯:১৩, ৭ জানুয়ারি ২০২০

অ ন ্য র ক ম

সপ্তাহে কর্মদিবস ৪ দিন ফিনল্যান্ডের চাকরিজীবীদের নতুন বছরে সুখবর দিলেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানা মারিন। এখন থেকে সরকারী ও বেসরকারী কর্মজীবীরা সপ্তাহে ৪ দিন কর্মদিবস ঘোষণা করেছেন তিনি। এই চারদিন দিনে মাত্র ৬ ঘণ্টা করে কাজ করলেই হবে। এর আগে দেশটিতে সপ্তাহে ৫ দিন কর্মদিবস ছিল। ওই ৫ দিন ৮ ঘণ্টা কাজ করার নিয়ম ছিল। কর্মক্ষেত্রে কম সময় দিয়ে জনগণ যেন পরিবারকে বেশি সময় দিতে পারে সেজন্য এ পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী সানা ম্যারিনের সরকার। ৩৪ বছর বয়সী বিশ্বের বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা বলেন, আমি মনে করি, এ দেশের জনগণ তাদের প্রিয়জন ও পরিবারকে আরও বেশি সময় দেয়া উচিত। জীবনকে শুধুই অফিসে সীমাবদ্ধ না রেখে একে পরিবার নিয়ে উপভোগ করার অধিকার রয়েছে দেশের প্রতিটি মানুষের। -এএফপি
×