ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘দুতের্তের মাদকবিরোধী অভিযান ব্যর্থ’

প্রকাশিত: ০৯:১২, ৭ জানুয়ারি ২০২০

‘দুতের্তের মাদকবিরোধী অভিযান ব্যর্থ’

প্রেসিডেন্ট রোডরিগো দুতের্তের মাদকবিরোধী অভিযান পুরোপুরিভাবে ব্যর্থ। তথাকথিত মাদকবিরোধী অভিযানের নামে দুতের্তে হাজার হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন। ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট লেনি রবরিডো সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। খবর চ্যানেল নিউজ এশিয়ার। ভাইস প্রেসিডেন্ট লেনি রবরিডো বলেন, ‘এটি খুবই স্পষ্ট যে, হাজার হাজার মানুষকে হত্যা এবং প্রচুর অর্থ-সম্পদ ব্যয় করেও দুতার্তে প্রকৃত অপরাধী ও মাদককারবারি ১ শতাংশ মানুষদেরও ধরতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘তবে বিষয়টি পরীক্ষা হলে, সরকার এক্ষেত্রে একশ’র মধ্যে মাত্র এক পাবে।’ এদিকে লেনির সমালোচনার জবাবে দুতের্তের মুখপাত্র বলেন, ‘লেনি ঠিক বলেননি।’ সালভাদর প্যানেলো বলেন, ‘আমি মনে করি, তিনি কেবল প্রাসঙ্কিক হতে চান।’ লেনি সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, তিনি দুতের্তের বিতর্কিত মাদকবিরোধী অভিযান বিষয়ে একাধিক সংস্থাকে তথ্য সংগ্রহের কাজে অন্তর্ভুক্ত করেছিলেন।
×