ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেলের দাম ৭০ ডলারে পৌঁছল

প্রকাশিত: ০৯:১১, ৭ জানুয়ারি ২০২০

তেলের দাম ৭০ ডলারে পৌঁছল

ইরানের প্রভাবশালী জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও বেশি বৈরী হওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে ব্যারেল প্রতি ৭০ ডলার হয়েছে। ইরানের প্রতিশোধের হুমকিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্বিবেচনার পর এবং মার্কিন সৈন্যদের ওপেকের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ ত্যাগ করতে চাপ দেয়া হলে ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের বড়সড় নিষেধাজ্ঞা আনার হুমকির পর ঘটনায় তেরের দাম আরও এক দফা বৃদ্ধি পেল। ওয়াশিংটন ও তেহরান যতদিন যুদ্ধংদেহী মনোভাব পোষণ করবে ততদিন তেলের দাম পাগলা ঘোড়ার মতো উর্ধমুখী হবে বলে ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে সৌদি আরবের একটি তেল কোম্পানিতে হামলার পর বিশ্ব বাজারে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি পায়। -ব্লুমবার্গ সঠিক পথে ফিরে আসুন ॥ হংকংয়ে নতুন চীনা দূত হংকংয়ে চীনের লিয়াজোঁ অফিসের নতুন দূত অব্যাহত আন্দোলন প্রসঙ্গে সোমবার বলেছেন, তার প্রত্যাশা এ শহর সঠিক পথে ফিরে যাবে। লু হুইনিং (৬৫) শনিবার ওয়াং ঝিমিনের স্থলাভিষিক্ত হন। আন্দোলন জুনে শুরু হওয়ার পর এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তন। ওয়াং ঝিমিন দায়িত্বে ছিলেন ২০১৭ সাল থেকে। লিয়াজোঁ অফিস হংকংয়ে বেজিংয়ের প্রভাব প্রকল্প সৃষ্টিতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং চীনের স্টেট কাউন্সিল বা মন্ত্রিপরিষদে হংকং সংক্রান্ত রিপোর্ট পাঠায়। অফিস চীন নিয়ন্ত্রিত এ ভূখ-ে অন্যায় অবিচারমূলক পরিস্থিতির জন্য হংকং ও মূল চীনে সমালোচনার সম্মুখীন হয়েছে। বেজিংয়ের এ নতুন উদ্যোগে হংকংয়ের জন্য কোন পরিবর্তন আসবে কি না এ বিষয়ে প্রায় কোন ইঙ্গিত দেননি লু। নতুন দূত লু রিপোর্টারদের কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি প্রকাশ করে বলেন, হংকংয়ের পরিস্থিতিতে প্রত্যেকের হৃদয়ে অসন্তোষ যন্ত্রণার সৃষ্টি হয়েছে। প্রত্যেকে আন্তরিকভাবে চায় যে হংকং সঠিক পথে ফিরে যাক। হংকংয়ে চীনের কর্তৃত্বের প্রতিবাদে এ আন্দোলনে ৬ হাজার ৫শ’র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। সিএনবিসি
×