ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে জঙ্গী হামলা

প্রকাশিত: ১২:৪২, ৬ জানুয়ারি ২০২০

কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে জঙ্গী হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ সোমালিয়াভিত্তিক জঙ্গী সংগঠন আল শাবাব কেনিয়ার লামু কাউন্টির একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। রবিবার স্থানীয় সময় ভোরের দিকে হামলাটি হয়। আল শাবাবের প্রকাশ করা ছবিতে জ্বলন্ত বিমানের কাছে জঙ্গীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ছবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। খবর বিবিসির। রবিবার ভোরে হামলা শুরু হওয়ার চার ঘণ্টা পরও দু’পক্ষের মধ্যে লড়াই চলছিল বলে প্রত্যক্ষদর্শী ও সামরিক সূত্রগুলো জানায়। তাৎক্ষণিকভাবে লড়াইয়ে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে চার হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে কেনিয়ার সামরিক বাহিনী। আল শাবাবের বিবৃতিতে বলা হয়, ‘হামলায় সাতটি বিমান ও তিনটি সামরিক যান ধ্বংস হয়েছে।’ বিবৃতির সঙ্গে জ্বলন্ত বিমানের ছবি দিয়েছে তারা। যেখানে কাছেই তাদের যোদ্ধাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিবৃতিতে তারা আরও বলেছে, ‘কেনিয়ার লামু কাউন্টির ‘ক্যাম্প সিম্বা’ নামে পরিচিত মার্কিন নৌ ঘাঁটিতে ভোরের দিকে নির্ভিক এক অভিযান শুরু করেছে হারকাত আল-শাবাব আল মুজাহেদিনের ‘শহীদ ব্রিগেডের’ অভিজাত যোদ্ধারা। কয়েক শ’ মার্কিন কর্মকর্তা ও কেনীয় সেনার আবাস এ ঘাঁটি এই অঞ্চলে ইসলামের বিরুদ্ধে চলমান মার্কিন ক্রুসেডের অন্যতম লঞ্চিং প্যাড।’ কেনিয়ার সামরিক মুখপাত্র কর্নেল পল জুগুনা জানিয়েছেন, অন্তত চার হামলাকারী জঙ্গী নিহত হয়েছে। এক টুইটে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড মান্দা বে এয়ারফিল্ডে হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জঙ্গী হামলার পর ঘাঁটিটির আশপাশের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে বলে আবদুল্লাহ বারঘাস নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। মান্দা দ্বীপের সংঘর্ষটি তিনি আরও অনেকের সঙ্গে পাশের লামু দ্বীপ থেকে দেখছিলেন বলে জানিয়েছেন।
×