ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্থানীয়দের অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে ॥ স্পীকার

প্রকাশিত: ১০:৩৮, ৬ জানুয়ারি ২০২০

 স্থানীয়দের অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে ॥ স্পীকার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে সরকার। স্থানীয়দের অধিকার নিশ্চিত করে আশ্রিত রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে। রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীনা আকতার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভার পর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জেলা প্রশাসন পরিচালিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ুনোদয় স্কুল পরিদর্শন করেন। তিনি স্কুল পরিদর্শনে গিয়ে বিভিন্ন শ্রেণী কক্ষ ও স্কুল আঙ্গিনা ঘুরে দেখেন। খোঁজখবর নেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের এবং তাদের কণ্ঠে গাওয়া গান শুনেন। কক্সবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের গুরুত্ব দিয়ে স্কুল প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান স্পীকার।
×