ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রফতানি খাতে নগদ সহায়তা দিতে এক কোটি ডলারের তহবিল উদ্বোধন

প্রকাশিত: ১০:৩১, ৬ জানুয়ারি ২০২০

 রফতানি খাতে নগদ সহায়তা দিতে এক কোটি ডলারের তহবিল উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি খাতের উদ্যোক্তাদের নগদ সহায়তা দিতে এক কোটি ডলার বা ৮৫ কোটি টাকার একটি তহবিলের উদ্বোধন করল সরকার। রবিবার রাজধানীর একটি হোটেলে এই তহবিলের ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এই তহবিল গঠনকে স্বাগত জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, রফতানি খাতে নানা উদ্যোগের পাশাপাশি কর কাঠামোর সংস্কার প্রয়োজন। সেমিনার বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দিন বলেন, পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মধ্যে একটা শক্ত মেলবন্ধন প্রয়োজন। দুই সেক্টরের মধ্যে আরও সম্পর্ক বাড়িয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। এক্সপোর্ট রেডিনেস ফান্ড (ইআরএফ) বা রফতানি প্রস্তুতি তহবিল কর্মসূচীর উদ্বোধনকালে বাণিজ্য সচিব বলেন, ‘প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে একটা শক্ত বুনিয়াদ দরকার। দুই সেক্টরের মধ্যে ভাল সম্পর্ক বা বন্ধন যদি না থাকে তাহলে দেশকে এগিয়ে নেয়াটা কঠিন। তিনি বলেন, ‘৭০০ এর বেশি পণ্য রফতানি করে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থাসহ জনবল দুই হাজার ৫০০ জনের মতো। অথচ শুধু তৈরি পোশাক খাতে জনবল ৪০ লাখ। পাবলিক সেক্টর বনাম প্রাইভেট সেক্টরকে কোন প্রতিযোগিতায় নামিয়ে দিলে এটা সংখ্যাতত্ত্বে মিলে না। তাই প্রাইভেট সেক্টরের সঙ্গে পাবলিক সেক্টরের রোলটা হবে সাপোর্টিং রোল। আর এ্যাকশন রোলটা হবে প্রাইভেট সেক্টরের’। অনুষ্ঠানে জানানো হয়, ইআরএফ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ইসিফোরজে প্রকল্পের একটি ম্যাচিংগ্রান্ট কর্মসূচী। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ইআরএফ কর্মসূচী বাস্তবায়িত হবে। কর্মসূচীটি বাংলাদেশের চারটি সম্ভাবনাময় খাতের রফতানি বৃদ্ধিতে সহায়তা করবে। এসব খাত হচ্ছে- চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং হালকা প্রকৌশলপণ্য।
×