ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সফর

টি২০ সিরিজ খেলার সিদ্ধান্তেই অটল বিসিবি

প্রকাশিত: ১০:২৬, ৬ জানুয়ারি ২০২০

টি২০ সিরিজ খেলার  সিদ্ধান্তেই অটল বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, আসন্ন পাকিস্তান সফরে একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরেকটি টেস্ট ঢাকায় খেলার প্রস্তাবনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সেই প্রস্তাব ফিরিয়েও দিয়েছে এমনটাই বলা হয়েছে সেই সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু রবিবার বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন দাবি করেছেন, এমন কোন প্রস্তাব বিসিবি’র পক্ষ থেকে দেয়াই হয়নি পিসিবিকে। বরং শুধু ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলার যে প্রস্তাব দেয়া হয়েছে পিসিবি’র কাছে, এখনও সেই চাওয়াতেই অনড় আছে বিসিবি। আগামী ১৮ জানুয়ারি পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সেই সফরে আইসিসি’র এফটিপি অনুসারে ৩ টি২০ ও ২ টেস্ট হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত তা নিশ্চিত হয়নি নিরাপত্তা নিয়ে সমস্যা থাকায়। আর বাংলাদেশের সরকারী নিরাপত্তা পর্যবেক্ষক দল বিসিবিকে এ বিষয়ে কোন গ্রীন সিগন্যাল দেয়নি। এর মধ্যেই নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। গুঞ্জন যাই হোক বিসিবি অনেক আগেই পিসিবিকে জানিয়ে দিয়েছে এই সফরে বাংলাদেশ দল শুধু ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে চায়। কারণ কঠোর নিরাপত্তা বলয়ে দীর্ঘ ১১ বছর পর এই প্রথম পাক সফরে গিয়ে টানা ৩ সপ্তাহের বেশি থাকা সম্ভব নয়। ২ টেস্ট ও ৩ টি২০ খেলতে অন্তত ২২ দিন প্রয়োজন। ২০০৮ সালের জুলাইয়ে সর্বশেষ পাক সফরে গিয়েছিল বাংলাদেশ দল। পরের বছর লাহোরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল আক্রান্ত হয় জঙ্গী হামলার। তখন থেকেই পাকিস্তানে আর ঘরোয়া আন্তর্জাতিক সিরিজ হয়নি। তবে এ বছর শ্রীলঙ্কা দলই প্রথমে ৩ ম্যাচের টি২০ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। এমনকি ডিসেম্বরে ১০ বছর পর প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে ২ টেস্টের সিরিজ খেলেছে। এবার তাই ঘরের মাটিতে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি। বিসিবি কোন ঝুঁকির মধ্যে না গিয়ে আপাতত ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে চায়। এর মধ্যে কয়েকদিন আগে সংবাদমাধ্যমে খবর আসে, পিসিবি টি২০’র পরিবর্তে টেস্ট সিরিজ খেলতেই বেশি আগ্রহী। টি২০ সিরিজ হোক বা না হোক পিসিবি চায় পাকিস্তানে ২ টেস্টের সিরিজ খেলুক বাংলাদেশ দল। আর রবিবার ভারতীয় কয়েকটি গণমাধ্যম দাবি করে, পিসিবিকে ১ টেস্ট পাক ভূমিতে এবং আরেকটি বাংলাদেশের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। সেই প্রস্তাব ফিরিয়েও দিয়েছে পিসিবি। এক উর্ধতন পিসিবি কর্মকর্তার মন্তব্য যোগ করে জানানো হয়, তিনি বলেছেন, ‘পাকিস্তানে এক টেস্ট এবং ঢাকায় আরেকটি খেলার প্রস্তাব দেয়া হয়েছে।’
×