ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইফের নতুন কোচ ক্রোয়েশিয়ার মামিচ

প্রকাশিত: ১০:২৪, ৬ জানুয়ারি ২০২০

 সাইফের নতুন কোচ ক্রোয়েশিয়ার  মামিচ

স্পোর্টস রিপোর্টার ॥ মানুষের জীবন ও ভাগ্য বড়ই বিচিত্র। জীবিকা তাকে কখন যে কোথায় নিয়ে যায়, তা কেউ জানে না। দ্রাগো মামিচই কি ভাবতে পেরেছিলেন, তাকে আবারও ফিরে আসতে হবে বাংলাদেশে, নির্দিষ্ট করে বললে সাইফ স্পোর্টিং ক্লাবে? আবাহনী লিমিটেডের সাবেক কোচ দ্রাগো মামিচের কাঁধে এখন সাইফ স্পোর্টিংয়ের দ্বায়িত্ব। সাইফের সঙ্গে আজ আনুষ্ঠানিক চুক্তি করতে রবিবার ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশের সঙ্গে ৬৪ বছর বয়সী মামিচের সম্পর্কটা পুরনো। এর আগে দু’বার আবাহনীকে কোচিং করিয়েছিলেন তিনি। ২০১৬ সালে আবাহনীর কোচ হয়ে আসার পর মাঝে মালয়েশিয়ান ক্লাব সিমে ডার্বির দ্বায়িত্ব নিয়েছিলেন। এরপর আবারও আকাশী-নীল জার্সিধারীদের কোচ হয়ে ২০১৭ সালে এসেছিলেন। তখনও বেশিদিন থাকেননি। চলে যান থাই ক্লাব চাইনাত হর্নবিলে। সেখানে ২০১৭-১৮ মৌসুমে ছিলেন। গত বছর বেকারই ছিলের মামিচ। মালদ্বীপের মোহাম্মদ নিজামকে বরখাস্ত করার পর সাইফেরও কোচ প্রয়োজন ছিল। আর মামিচও একটি ডাকের অপেক্ষায় ছিলেন। অবশেষে দুইপক্ষই সমঝোতায় পৌঁছে। জাতীয় দলের কয়েকজন ফুটবলারকে নিয়েও এবার ফেডারেশন কাপে ব্যর্থ হয় সাইফ স্পোর্টিং ক্লাব। কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় তারা। অপ্রত্যাশিত এই হারটি মেনে নিতে পারেনি সাইফের কর্মকর্তারা। যে কারণে বরখাস্ত করা হয় নিজামকে। মামিচ ২০১৫ সালে মালদ্বীপ জাতীয় দলেরও কোচ ছিলেন। মিয়ানমারের কোচ ছিলেন ২০১০ সালে। ক্রোয়েশিয়া যুব দলেরও কোচ ছিলেন ১৯৯০-৯৬ পর্যন্ত। এছাড়া ক্রোয়েশিয়া, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের মোট আটটি ক্লাবের হয়ে কোচিং করান। এখন দেখার বিষয়- সাইফকে নজরকাড়া সাফল্য এনে দিতে পারেন কি না মামিচ।
×