ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন বছর ২০২০

জয় দিয়ে শুরু রিয়ালের বার্সিলোনার হোঁচট

প্রকাশিত: ১০:২২, ৬ জানুয়ারি ২০২০

 জয় দিয়ে শুরু রিয়ালের বার্সিলোনার হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় নতুন বছর ২০২০ সালের শুরুটা দুর্দান্ত করেছে রিয়াল মাদ্রিদ। তবে শুরুটা প্রত্যাশিত হয়নি আরেক জায়ান্ট বার্সিলোনার। শনিবার রাতে নতুন বছরে প্রথমবারের মতো মাঠে নামে স্প্যানিশ ফুটবলের দুই সেরা শক্তি। প্রথমে এ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ স্বাগতিক গেটাফেকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল। পরের ম্যাচে কাতালান ডার্বিতে বার্সিলোনা জিতলেই এককভাবে শীর্ষে উঠে যেত। কিন্তু নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে ২-২ গোলে ড্র করে বার্সার শীর্ষস্থান বজায় থাকলেও সেটা হয়েছে গোলগড়ে। বর্তমানে ১৯টি করে ম্যাচ শেষে রিয়াল ও বার্সা দু’দলেরই ভান্ডারে জমা ৪০ পয়েন্ট করে। তবে গোলগড়ে বার্সা এক ও রিয়াল দুইয়ে অবস্থান করছে। গেটাফের মাঠে আধিপত্য বিস্তার করে খেললেও রিয়ালের ফরোয়ার্ডরা ব্যর্থ হয়েছেন। মূলত বিশ্বকাপ জয়ী ফরাসী ডিফেন্ডার রাফায়েল ভারানের দারুণ নৈপুণ্যে জয় পেয়েছে গ্যালাক্টিকোরা। ৩৪ মিনিটে রিয়ালকে প্রথম গোল উপহার দেন তারকা এই সেন্ট্রাল ডিফেন্ডার। বিরতির পর ৫৩ মিনিটে আবারও রিয়ালকে উচ্ছ্বাসে ভাসান ফরাসী তারকা। বাকি সময়ে দু’দল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের অন্তিম সময়ে (৯৬ মিনিট) রিয়ালকে তিন নম্বর গোল উপহার দেন ২০১৮ বিশ্বকাপের সেরা ফুটবলার লুকা মডরিচ। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, শিষ্যদের পারফর্মেন্সে আমি খুশি। সবাই দায়িত্ব পালন করেছে। ভারানের আলাদা প্রশংসা করে সাবেক ফরাসী ফুটবলার বলেন, ভারানে সবসময়ই দেখিয়েছে ও নিজের আসল কাজটা করার পর কিভাবে দলের জন্য গোলও করে। আমাদের অধিনায়ক (সার্জিও রামোস) এমন কাজ সবসময়ই করে থাকে। এমন একটা দল নিয়ে আমি গর্বিত। পরের ম্যাচে বার্সিলোনার শুরুটা মোটেও ভাল হয়নি। ২৫ মিনিটে মার্ক রোকার ক্রসে মাথা ছুঁইয়ে ডেভিড লোপেজ এস্পানিওলের হয়ে গোল করলে পিছিয়েই পড়ে তারা। বিরতির পর ৫০ মিনিটে লুইস সুয়ারেজের গোলে সমতা ফেরানো বার্সা এর আট মিনিট পর আর্টুরো ভিদালের লক্ষ্যভেদে এগিয়ে যায়। সুয়ারেজের ক্রসে মাথা ছুঁইয়ে গোলটি করেন চিলিয়ান ফরোয়ার্ড। এরপর আরও বারদুয়েক ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও নষ্ট করেছে কাতালানরা। ম্যাচের ৭৫ মিনিটে দুই হলুদ কার্ডে ফ্রেঙ্কি ডি ইয়ং লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। যে কারণে ৮৮ মিনিটে খেসারত দেয় বার্সা। বদলি হিসেবে নামা উ লেইয়ের গোলে ২-২ ব্যবধানে সমতা ফেরায় এস্পানিওল। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে জানান, শেষদিকে ডি ইয়ংয়ের লাল কার্ডেরই মাসুল দিয়েছে তার দল। তিনি বলেন, ‘ডি ইয়ংয়ের লালকার্ডই ক্ষতি করেছে আমাদের।’ তিনি আরও জানান সুযোগ নষ্ট করাও ভুগিয়েছে দলকে, ‘আমরা খেলাটা শেষ করে দেয়ার জন্য তিনটি সুযোগ পেয়েছিলাম, কিন্তু দিনশেষে আমরা একটা সুযোগের মাসুল দিয়ে ড্র করলাম। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিতে পারিনি। তবে সমতায় ফেরার পর আমরা আরও গোল করার লক্ষ্য নিয়ে ভালই খেলছিলাম। কারণ এরপর ওরা গোলের জন্যে ওপরে উঠে যাচ্ছিল যা আমাদের জন্য আরও ফাঁকা জায়গা তৈরি করে দিচ্ছিল।’ বার্সিলোনা এরপর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলবে এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ফরোয়ার্ড সুয়ারেজ জানিয়েছেন এর আগে আরও উন্নতি করতে হবে দলকে। তিনি বলেন, ‘আমরা কঠিন কাজটাই করেছিলাম। প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও খেলায় ফিরে এসেছিলাম। আমি মনে করি আমরা দুটো পয়েন্ট হারিয়েছি। তবে আপনি ড্র, জয় কিংবা হার যে ফল নিয়েই খেলা শেষ করেন না কেন, অনেক ক্ষেত্রেই উন্নতি করতে হবে আপনাকে। আমাদের সামনে এখন একটা শিরোপা জয়ের দারুণ সুযোগ আছে। সুপার কোপাকে লক্ষ্য হিসেবে ধরে আমাদের আরও উন্নতি করতে হবে।’
×