ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোলরক্ষকের ভুলে হার রহমতগঞ্জের

প্রকাশিত: ১০:২২, ৬ জানুয়ারি ২০২০

 গোলরক্ষকের ভুলে হার রহমতগঞ্জের

জাহিদুল আলম জয় ॥ ক্লাব প্রতিষ্ঠার ৮৭ বছর পর প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেই ইতিহাস গড়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপপর্ব থেকে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করে ফাইনালে নাম লেখায় কোচ সৈয়দ গোলাম জিলানীর দল। কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী ও সেমিফাইনালে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিংকে হারানোর পর আত্মবিশ্বাস আরও তুঙ্গে উঠে যায় মোমোদাহ, রাসেল, কামারাদের। রবিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংসের বিরুদ্ধে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ। ময়দানী লড়াইটাও তারা করেছে বেশ। কিন্তু জাতীয় দলের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের হাস্যকর ভুলে তীরে এসে তরী ডুবেছে তাদের। ২-১ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এরপরও দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন রহমতগঞ্জ কোচ সৈয়দ গোলাম জিলানী। এর আগে পুরনো ঢাকার আরেক ক্লাব ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব স্বাধীনতা কাপের শিরোপা জিতে হাহাকার ঘুচিয়েছিল। এবার রহমতগঞ্জের সুযোগ ছিল সেই আক্ষেপ ঘোচানোর। কিন্তু পরাশক্তি বসুন্ধরার কাছে হেরে তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। পক্ষান্তরে খুব অল্প সময়ে বাংলাদেশের ফুটবলে নতুন পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বসুন্ধরা কিংস। ২০১৮ সালের ২৬ ডিসেম্বর স্বাধীনতা কাপের শিরোপা জয় করার পর ২০১৯ সালের ২৫ জুলাই পেশাদার লীগেও চ্যাম্পিয়ন হয় কিংসরা। বাংলাদেশের পেশাদার ফুটবলের ইতিহাসে এর আগে কোন ক্লাবই নিজেদের অভিষেক আসরে দুই শিরোপা জয়ের স্বাদ পায়নি। কিন্তু নবাগত বসুন্ধরা কিংস সেটি করে দেখিয়েছে। ২০১৯ সালের অক্টোবরে চট্টগ্রামে হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর পণ করে অস্কার ব্রুজেনের দল। সেই প্রচেষ্টায় সফল হয়ে বেজায় খুশি তিনি। স্প্যানিশ এই কোচ এখন মৌসুমে সবগুলো শিরোপা জয়ের স্বপ্ন বুনছেন। বসুন্ধরার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেখ রাসেলের পর আবার নতুন চ্যাম্পিয়ন পেল ফেডারেশন কাপ। ২০১২ সালে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে আসরে নিজেদের প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল রাসেল। বলার অপেক্ষা রাখে না, রহমতগঞ্জ ট্রফি জিতলেও নতুন চ্যাম্পিয়ন পেত ফেডারেশন কাপ। সেটা না হলেও পুরনো ঢাকার ক্লাবটির পারফর্মেন্স সবার প্রশংসা কুড়িয়েছে। গ্রুপপর্বে সাইফ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য এবং শেখ জামালের সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় রহমতগঞ্জ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পুরনো ঢাকার ক্লাবটি টাইব্রেকারে হারায় ফেডারেশন কাপের সবচেয়ে বেশি ১১ বার শিরোপা জেতা এবং এর আগের তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীকে। অর্থাৎ দেশের ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল আবাহনী ও মোহামেডানকে বিদায় করে ফাইনাল মঞ্চে উঠে আসে রহমতগঞ্জ। কিন্তু শেষটা রাঙাতে পারেনি তারা। মূলত গোলরক্ষকের ভুলেই আক্ষেপ নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে। ১-১ গোলে সমতা বিরাজ করছিল ম্যাচ। এমন সময়ে ৭৬ মিনিটে বসুন্ধরাকে অনেকটা গোল উপহার দেন রহমতগঞ্জ গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। নিজেদের বিপদ সীমানায় কামারা ইয়ুনুসের ব্যাক পাসে বল পান লিটন। এরপর বল ক্লিয়ার না করে লিটন বসুন্ধরা অধিনায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ড্যানিয়েল কলিনড্রেসের সঙ্গে ড্রিবলিং করতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারান। আর বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা কলিনড্রেস। এই গোলেই নিষ্পত্তি হয়ে যায় ফাইনালের ভাগ্য। এরপরও গোলরক্ষককে আগলে রাখছেন রহমতগঞ্জ কোচ সৈয়দ গোলাম জিলানী, ‘এমন ভুল হয়েই থাকে। ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। ও ভাল গোলকিপার। তারপরও দল ভাল খেলেছে। ওদের খেলায় আমি খুশি’।
×