ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসযোগ্য ঢাকা গড়তে তাপসের বিকল্প নেই ॥ আমু

প্রকাশিত: ১০:১৭, ৬ জানুয়ারি ২০২০

 বাসযোগ্য ঢাকা গড়তে তাপসের বিকল্প নেই ॥ আমু

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বাসযোগ্য ঢাকা গড়তে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিকল্প নেই। ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ক্লিন ইমেজের নেতা ব্যারিস্টার তাপসের পাশে থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে তার জন্য ভোট চাইতে হবে। প্রতিটি থানা, ওয়ার্ড এবং পাড়া মহল্লায় নৌকার প্রার্থী ব্যারিস্টার তাপসের পক্ষে কাজ করতে হবে। রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমু বলেন, ব্যারিস্টার তাপস একজন ক্লিন ইমেজের মানুষ। তিনি ঢাকা-১০ আসনের মানুষের ভালবাসায় তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। ঢাকাকে পরিচ্ছন্ন শহরে সাজাতে তাকেই প্রয়োজন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ছোট মনে করা যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নির্বাচনে কাজ করতে আহ্বান জানান তিনি। আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগরবাসীর উদ্দেশে ব্যারিস্টার তাপস বলেন, নির্বাচনের আর মাত্র ২৪ দিন বাকি। এই ২৪ দিন আমাকে দেবেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন দেন। নির্বাচিত হওয়ার পর এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি।
×