ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবরার হত্যা মামলা

স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন মনিরের

প্রকাশিত: ১০:১৬, ৬ জানুয়ারি ২০২০

 স্বীকারোক্তি  প্রত্যাহারের আবেদন মনিরের

কোর্ট রিপোর্টার ॥ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলার পলাতক চার আসামিকে আদালতে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া আসামি মনিরুজ্জামান মনির স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেন। যা আদালত নথিভুক্তের আদেশ দিয়েছেন। গতকাল রবিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোঃ কায়সারুল ইসলাম এ আদেশ দেন। আদালত আগামী ১৩ জানুয়ারি পরবর্তী শুনানির দিনও ধার্য করেছেন। সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩ ডিসেম্বর আসামি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মোঃ মেফতাহুল ইসলাম জিয়ন একইভাবে স্বীকারোক্তি প্রত্যাহার করেছেন। মামলায় মোট ৮ স্বীকারোক্তি করেছেন। মামলায় কারাগারে থাকা ২১ আসামিকে রবিবার সকালে কারাগার থেকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের আদালতে উঠানো হয়নি বলে শুনানিকালে বিচারক জানান। পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ পাওয়া আসামিরা হলেন, রংপুর জেলার কোতোয়ালি থানার পাকপাড়ার বাসিন্দা ডাঃ আব্দুল জলিল ম-লের ছেলে বুয়েটের ইলেক্ট্রিক এ্যান্ড ইলেক্ট্র্রনিক্স বিভাগের ছাত্র মুহাম্মাদ মোর্শেদ-উজ-জামান ম-ল ওরফে জিসান, নিলফামারী জেলার সৈয়দপুর থানার নেয়ামতপুর মুন্সিপাড়ার আবু মোঃ কাউছার ওরফে পিন্টুর ছেলে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারং বিভাগের ছাত্র এহতেশামুল রাব্বি ওরফে তানিম, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাজী গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারং বিভাগের ছাত্র মোর্শেদ অমত্য ইসলাম ও দিনাজপুর জেলার কোতোয়ালি থানার উত্তর বালু বাড়ির ছায়েদুল হকের ছেলে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারং বিভাগের ছাত্র মুজতবা রাফিদ।
×