ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইরানের ৫২ স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ১০:১৪, ৬ জানুয়ারি ২০২০

 ইরানের ৫২  স্থাপনায়  হামলার  হুমকি  ট্রাম্পের

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরানের ৫২ স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় এর কয়েক ঘণ্টা পর নতুন ধাঁচের অস্ত্র পাঠানোর হুমকি দিলেন ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশদাতা। এক টুইট বার্তায় তিনি বলেন, ইরান হামলা করলে কোন দ্বিধা ছাড়াই এই ‘সুন্দর’ অস্ত্র ইরানের জন্য পাঠানো হবে। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া উপ-প্রধান আবু মাহদি নিহত হন। হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুমকি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। টুইটারে দেয়া ওই বার্তায় ট্রাম্প বলেন, ‘সামরিক অস্ত্রভাণ্ডারে যুক্তরাষ্ট্র দুই ট্রিলিয়ন ডলার খরচ করেছে। আমরাই বিশ্বের বৃহত্তম এবং সর্বোত্তম সামরিক শক্তি। ইরান যদি মার্কিন ঘাঁটি বা অন্য কোন আমেরিকানের ওপর হামলা চালায় তবে আমরা আমাদের ব্র্যান্ড নিউ এই ‘সুন্দর’ অস্ত্রগুলো সেখানে পাঠাব। এ বিষয়ে কোন সংশয় নেই।’ এক টুইট বার্তায় ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৫২ স্থানকে টার্গেট করেছে। এর মধ্যে কিছু ইরানের প্রথম সারির এবং খুবই গুরুত্বপূর্ণ স্থান। এগুলো ইরানের সংস্কৃতি এবং ইরানীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এসব স্থানে দ্রুত ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আর কোন হুমকি চায় না। ‘মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি অবসানের প্রক্রিয়া শুরু’ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি অবসানের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জেনারেল সোলাইমানিকে এ অঞ্চলে মার্কিন কৌশলগত পরাজয়ের স্বপ্নদ্রষ্টা বলে উল্লেখ করেছেন। জেনারেল সালামি শনিবার তেহরানে আইআরআইবিকে দেয়া এক সাক্ষাতকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইআরজিসি নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই হত্যাকাণ্ডের বেদনাদায়ক ও অনুতাপ সৃষ্টিকারী প্রতিশোধ গ্রহণ করবে। আইআরজিসির চীফ অব স্টাফ বলেন, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্র আইএস নামের যে উগ্র জঙ্গীগোষ্ঠীকে ছড়িয়ে দিয়েছিল জেনারেল সোলাইমানি সঠিক কর্মকৌশল প্রণয়ন করে সেই গোষ্ঠীর মূলোৎপাটন করতে সক্ষম হন। খবর ইরনা, এএফপি, বিবিসি, ইয়াহু নিউজ, এনডিটিভি, আলজাজিরা ও মিডল ইস্ট আইয়ের। মার্কিন ওয়েবসাইটে ইরানের সাইবার হামলা যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট হ্যাকের দাবি করেছে ইরানী হ্যাকারদের একটি গ্রুপ। যদিও মার্কিন ওই ওয়েবসাইট খুব বেশি পরিচিত নয়। শনিবার ওই মার্কিন সাইটটি হ্যাক করে জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দেয়া হয়েছে। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানি এবং এক ইরাকী মিলিশিয়া প্রধান নিহত হন। শনিবার ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রাম নামের একটি ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে ইরানী হ্যাকার নামের একটি পেজ খোলা হয়। সোলাইমানির মৃত্যুর বিষয়টি উল্লেখ করে সেখানে বলা হয়েছে, তার চলে যাওয়া এবং তার কাজ ও এই পথ বন্ধ থাকবে না।
×